প্রেমে ভুল

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৪ এপ্রিল, ২০১৪, ১২:১৮:৩৪ রাত

অধিকাংশ প্রেমের ক্ষেত্রেই ভুল হয় । আর বর্তমান যুগে প্রেম যেহেতু বিয়ের আগেই যৌন সম্পর্ক সে জন্য এর পরিণতিও ভয়াবহ । কিন্তু কেন এই ভুল ? কারণ প্রেমের ক্ষেত্রে ছেলে ও মেয়ে পরস্পর সম্পর্কে জানে তাদের মাধ্যমেই । অর্থাৎ ছেলেটির পরিচয় ছেলেই দেয় আর মেয়েটির ক্ষেত্রেও তাই । কিন্তু আমরা তো অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যাবাদী । আর ছেলেরা মেয়েদের চেয়ে একটু বেশি । তাই যে যা নয়, তাই তারা বলে ।

একটা ছেলে হাজারটা অপকর্ম করলেও ধরা পড়ে না কারণ তার তো জরায়ু নেই, গর্ভ ধারণ করতে হয় না । ছেলে তো সুযোগ নিতে চাইবেই যদি বিনা পয়সায় বিনা দায়িত্বে একটা মেয়েকে ভোগ করা যায় ।

এক্ষেত্রে মেয়েদের অনেক সতর্ক থাকতে হবে । মনে রাখতে হবে , আপনার মূল্যবান সতীত্ব আপনি কেবল আপনার স্বামীকেই দান করবেন । আর স্বামীকেও বিয়ের পূর্বেই আপনার দেন মোহর শোধ করতে হবে ।

আর কোনো ছেলেকে ভালো লাগলে আপনার বাবা-মাকে দায়িত্ব দিন তার সম্পর্কে খোজ নিয়ে আপনার সাথে বিয়ে দিতে । যে বাবা-মা তিল তিল করে কস্ট করে আপনাকে লালন পালন করেছেন সেই বাবা-মাই আপনার সব চেয়ে শুভাকাঙ্খী । আর যে আপনার জন্য প্রেমে মরিয়া সে প্রকৃতপক্ষে আপনার সাথে যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী. কিন্তু আপনার বিপদে কতটুকু এগুবে সেটা প্রশ্ন সাপেক্ষ ।

ইসলাম বলে প্রেম হবে বিয়ের পর । সুতরাং আগেভাগে প্রেম করে নিজের উপর বিপদ আনার প্রয়োজন নেই । আর বাবা-মারও দায়িত্ব সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা করা । নইলে দেহের চাহিদা ও সামাজিক অবক্ষয়, মিডিয়ার কুশিক্ষা, নারীবাদী-ভোগবাদী দার্শনিকদের কুমন্ত্রণা ভুল পথে নিয়ে যেতে পারে । বিষ খেয়ে বিষক্রিয়া সম্পর্কে ধারণা নেয়ার চেয়ে, বিষ সম্পর্কে জেনে বিষ খাওয়া থেকে বিরত থাকুন ।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202319
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:২৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : বিষয়টা এত জটিল যে এদের এত সহজে আপনি মানাতে পারবেননা। কারন এরা শুনতে চাইলেও যখন পরিস্থিতি আসে তখন কোন বাধন থাকেনা আর শয়তানতো আসেই, ঢোলে বাড়ি টাইম মতো দিয়ে দেয়! তাই এই পরিস্থিতি যেন না আসে তার ব্যবস্থা সৃষ্টির জন্য চেষ্টা করতে হবে। আর সাথে এই সেন্সগুলোও (যেগুলো আপনি বললেন) ক্রিয়েট করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File