আমরা হয়তো রাজতন্ত্রের দিকে যাচ্ছি

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০২ এপ্রিল, ২০১৪, ০৬:২৬:৩৩ সন্ধ্যা

যেভাবে নির্বাচন হচ্ছে, যেভাবে বিরোধীরা নিপীড়িত হচ্ছে , যেভাবে বিরোধী হলেই স্বাধীনতা বিরোধী জঙ্গি ট্যাগ দেয়া হচ্ছে এরপরও এক শ্রেনীর ধামাধরা মানুষ সরকারের পক্ষে সাফাই গেয়েই যাচ্ছে । ফলে সরকার যে কোনো আইন প্রনয়ন করতে পারে । ঘোষণা করতে পারে দেশ ও জাতির স্বার্থে বর্তমান প্রধান মন্ত্রী আজীবন প্রধান মন্ত্রী হিসেবে থাকবেন অথবা নাম কা ওয়াস্তে নির্বাচন করে আজীবন থেকে যেতে পারেন। দুই শ্রেনীর মানুষ তার পরেও সরকারের পক্ষে থাকবে । এক যারা নুন খাচ্ছে আর দুই যারা চেতনার বিষে নীল হয়ে ন্যায় ও অন্যায় আলাদা করতে পারছে না ।

ফলে আমরা হয়তো সাদ্দাম, গাদ্দাফি এমনি কোনো নতুন যুগে ভিন্ন আঙ্গিকে প্রবেশ করতে যাচ্ছি ।

বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201766
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার এখনও সন্দেহ আছে!
201780
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যাওয়ার বাকি কি রইলো ?
201788
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তার চেয়েও খারাপ ভাই। রাজতন্ত্রও কিছু আইন মেনে চলে। রাজারা এইটা জানেন যে নিজের দেশেই তারা রাজা তাই আর যাই করেন নিজের দেশ টাকে রাখতে সচেষ্ট থাকেন। কিন্তু এই সরকার তো দেশটাকে বিক্রি করে দিচ্ছে।
201789
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : রাজতন্ত্র থাকলে দেশে শান্তি আসবে। তাই দেশে দীর্ঘমেয়াদি রাজতন্ত্র তথা আওয়ামী লীগ সরকার থাকা জরুরী।
201819
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার এখনও সন্দেহ আছে! কথা সইত্য।
201856
০২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৮
ওমর ফারুক ইফতি লিখেছেন : আসলেই রাজতন্ত্র !
201883
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
মাটিরলাঠি লিখেছেন : কোন সন্দেহ নাই।

বিষয়টা হচ্ছে এই রাজতন্ত্র কত দিনের জন্য? এর আগেরটা ছিল সাড়ে তিন বছর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File