শিক্ষনীয় শিক্ষা
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২০ জানুয়ারি, ২০১৪, ১২:০৫:১০ রাত
প্রত্যেক মানুষের শিক্ষার দুটি অংশ থাকা দরকার-
ক. জীবিকা অর্জন-সত্ ও হালাল উপায়ে জীবিকা অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা
খ. জীবন পথে চলার জন্য শিক্ষা তথা ধর্ম শিক্ষা
আমরা প্রায় সবাই টেকনিকালি স্ট্রং হচ্ছি কিন্তু জীবনের ফিলোসফিটা অবহেলিত থেকে যাচ্ছে . তাই মাঝে মাঝে দেখা যায় আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচার পতি , সচিব ইত্যাদি অনেক কিছু হয়েও মোরালি স্ট্রং লোক হইনা .
জীবিকা জীবনের একটা অংশ মাত্র, বাকি অংশটুকুন অনেক বড় . সে ব্যাপারে একরকম মুর্খই থেকে যাই আমরা . যেমন ধরুন, আপনার বাবা-মায়ের সাথে আপনার আচরণ, বন্ধুর প্রতি আচরণ, স্ত্রী-সন্তানের প্রতি আপনার দায়িত্ব, সমাজের অসহায় মানুষের প্রতি দায়িত্ব, অর্জিত অর্থ ব্যয়ের পন্থা, বিনোদন ইত্যাদি . আর এসব বিষয়ে সম্মক ধারণা না থাকায় ভুল ও হয় অনেক .
যাদের জীবনের ফিলোসফি জানা বাকি-তারা কমপক্ষে প্রতিদিন ১৫ মিনিট খরচ করুন . অর্থ বুঝে কোরআন আর হাদিছ পড়ুন . আর এগুলো এখন বিনা পয়সায় অন লাইনেই পাওয়া যাচ্ছে .দেখবেন সব বিষয়েই সঠিক নির্দেশনা দেয়া আছে . কাজ শুধু জানা আর মানা .
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন