রন্জু ধীরে ধীরে পরনারীর প্রতি আসক্ত হয়ে পড়লো

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১৩ জানুয়ারি, ২০১৪, ১১:২২:০৪ রাত



রন্জু অনেকটা বাবা-মায়ের অমতেই বিয়েটা করে ফেললো . মেয়েটাকে তার খুব পছন্দ হয়েছিল . যদিও এরেঞ্জ ম্যারেজ , তবুও রন্জুর চাপাচাপিতেই তার মা-বাবা রাজি হয়েছিল . কিন্তু ধীরে ধীরে সুমির রুপটা তার কাছে আর লোভনীয় লাগে না . অন্য মেয়ের দিকে চোখ চলে যায় . রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে আফসোস করে –ইস , ওই মেয়েটি যদি আমার বউ হতো . কিন্তু এসব কথা জানে না সুমি . সুমির সাথে সে ভালই ব্যবহার করে .

রন্জু নিজেই নিজেকে প্রশ্ন করে –কেন আর সুমিকে তার ভাল লাগে না .

নিজে নিজেই কতগুলো দিক নিয়ে সে ভেবেছে-

১. সুমি নিজের ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত, রন্জু নিজের করে তাকে বেশি একটা পায় না .

২. সুমি রন্জুর বাবা মায়ের সাথে খুব বেশি খাপ খাওয়াতে পারে না

৩. হয়তো এগুলো কিছুই না , বিরানি তো প্রতিদিন ভাল লাগে না, কোরবানির মাংশ ও তিন দিন পর খেতে ইচ্ছা করে না , হয়তো তাই হবে –এই মেয়েতে মন আর সাড়া দিচ্ছে না .

রন্জুর এগুলো মনেরই ভাবনা , সাহস করে বলতে পারে না . কিন্তু সে বোঝে, ধীরে ধীরে অন্য মেয়েদের প্রতি তার টান বাড়ছে .

বিষয়: বিবিধ

১৭২৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162242
১৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ Happy] Happy] Happy]
162323
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৮
হতভাগা লিখেছেন : পদার্থ বিজ্ঞানের ভাষায় :

'' যে ধাতু যত তাড়াতাড়ি গরম হয় , সে ধাতু তত দ্রুত ঠান্ডা হয় আর যে ধাতু যত দেরীতে গরম হয় সে ধাতু তত দেরীতে ঠান্ডা হয় ''

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File