বিয়ে কি চিরস্থায়ী সম্পর্ক
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১১ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৬:২৭ সন্ধ্যা
কিছু মানুষ বিয়েটাকে চিরস্থায়ী সম্পর্ক বানিয়ে ফেলেছে . অবশ্যই একসাথে থাকার নিয়ত নিয়েই বিয়ে করা উচিত কিন্তু সময়ের সাথে যদি একসাথে থাকাই কষ্টের কারণ হয়ে দাড়ায়, তবে দৃড় হতে হবে সংসার ভেঙ্গে ফেলার ব্যাপারে . এব্যাপারে কুরআনও বলছে-যেখানে সম্পর্ক অশান্তির কারণ , সেখানে সম্পর্কের ইতি টানতে . তবে কেন সেই সংসার টিকিয়ে রাখার জন্য মানুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে? কষ্ট পাচ্ছে? যেসব মেয়ের কোনো উপায় নেই, অর্থাৎ লেখাপড়া বেশি করে নি, কোনো কাজ যোগাড়ের সুযোগ নেই, তাদের কথা না হয় বাদই দিলাম , এমনকি ডাক্তারি পাশ করা মেয়েরা পর্যন্ত কষ্ট স্বীকার করছে . সাহসী হউন . মহান আল্লাহর পৃথিবী অনেক বড় . একে ছেড়ে আপনি হয়তো আরো ভালো কিছু পাবেন . ছেলেদের ক্ষেত্রে এ সমস্যাটা অনেক কম . কারণ, তারা তাদের ইচ্ছা বাস্তবায়ন সহজেই করতে পারে এবং করে .
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন