ঘর-বাড়ি ভাঙ্গা গ্রুপ:

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৯ জানুয়ারি, ২০১৪, ১০:৪৭:২০ সকাল



১. জঙ্গি গ্রুপ: এরা অন্য ধর্মকে সহ্য করতে পারে না

২. মুক্তিযুদ্ধ চেতনা গ্রুপ: দুই উদ্দেশ্যে:ক.এরা শত্রুদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী হিসেবে চিন্হিত করে এবং শায়েস্তার উদ্দেশ্যে তাদের বাড়ি ভেঙ্গে দেয় খ. এরা শত্রু পক্ষকে অসম্মানিত করতে গিয়ে নিজ চেতনার পক্ষের লোকের ঘর ভেঙ্গে দেয়

৩. সুবিধাবাদী গ্রুপ: এরা সুযোগের অপেক্ষায় থাকে . এদের কোনো চেতনা নেই-লাভ হাসিল করাই এদের চেতনা . এদের দুইটি উদ্দেস্য: ক. ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ খ. লুটপাট

সমস্যা: তদন্তের পূর্বেই জঙ্গি গ্রুপকে দোষী সাব্যস্ত করায়, বাকি দুই গ্রুপ রেহাই পেয়ে যাচ্ছে . ইদানিং জঙ্গি গ্রুপের চেয়ে ২ও ৩ নং গ্রুপের অধিক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে .

সমাধান: উপযুক্ত তদন্ত করে প্রকৃত দোষী, প্রকৃত গ্রুপ চিন্হিত করতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে .

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File