সেকেলে আর একেলে

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৬ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৭:৩৩ বিকাল



তুমি একেলে বলে শাহবাগে বসে আছ

আমি সেকেলে বলে ঘরে বসে ভাবি

তুমি একেলে বলে আল্লাহকে বিশ্বাস না করেও কোরান, গীতা, বাইবেল পড়ে প্রোগ্রাম শুরু করো

আমি সেকেলে বলে আল্লাহকে বিশ্বাস করি আর কোরান পড়ে প্রোগ্রাম শুরু করি

তুমি একেলে বলে আজান দিলে মাথায় ঘোমটা দাও

আমি সেকেলে বলে সব সময় হিজাব পরি

তুমি একেলে বলে মোমবাতি জ্বেলে সম্মান দেখাও

আমি সেকেলে বলে মোমবাতি ফেলে নামাজে দাড়াই

তুমি একেলে বলে দু, তিন মিনিট ঠায় দাড়িয়ে নিরবতা পালন কর-যেনো মৃতকে সম্মান করতে পারো

আমি সেকেলে বলে নিরবতা ভেঙ্গে আল্লাহর দরবারে দু হাত তুলে প্রার্থনা করি

তুমি একেলে বলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চাও

আমি সেকেলে বলে ধর্মের একটি অঙ্গ হিসেবে রাজনীতিকে মনে করি, মনে করি আল্লাহর বিধান রাষ্ট্রীয় আইন হলে দেশের হবে কল্যান, দুষ্টের হবে ধংস

তুমি একেলে বলে বিয়ে ছাড়াই হাজার মেয়ের সাথে দৈহিক সম্পর্ক রাখতে পারো

আমি সেকেলে বলে বিয়ের বাইরে নারীর সাথে দৈহিক সম্পর্ক চিন্তা করতে পারি না

তুমি একেলে বলে ব্যাঙ্ক থেকে সুদ খেতে খারাপ লাগে না

আমি সেকেলে বলে সুদমুক্ত ব্যাঙ্কিং, ব্যবসা চাই

তুমি একেলে বলে হাওয়া অনুসারে পাল তুলে দাও, কখনো এ দল, কখনো সে দল

আমি সেকেলে বলে সত্যের দলে থাকি

তুমি একেলে বলে কোরান থেকে নিজের পক্ষের কথাগুলো মানো, আর যেটা ভালো লাগেনা সেটা ছুড়ে মারো

আমি সেকেলে বলে কোরান, হাদিছের কোনো কথাই ফেলতে পারি না, সব মেনে চলি

তুমি একেলে বলে রাজাকারের ফাসি চাও, বিচারে প্রমাণ করতে পারুক আর নাই পারুক

আমি সেকেলে বলে সুষ্ঠু বিচার চাই, নিরপেক্ষ তদন্ত চাই, আর আদালত ন্যায় সঙ্গত রায় চাই হউক সে ফাসি বা অন্য কিছু

তুমি একেলে বলে সরকারি বা ক্ষমতাধরের দুর্নীতির কথা বলো না, শুধু দুর্বলের উপর খড়গহস্ত হও

আমি সেকেলে বলে সব দুর্নীতিবাজের বিপক্ষে বলি

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159654
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
শায়লা শারমিন কনিকা লিখেছেন : কি আর বলব, এখনকার রাজনীতি দেখলে রাজনীতির প্রতি ঘৃণা হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File