চুন্নী ও পিচ্চি
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৩:৫৩:২০ দুপুর
সাংবাদিক চুন্নী নিয়েছেন বিখ্যাত ক্যাডার পিচ্চির বক্তব্য-কালকের মহিলা আইনজীবিকে উত্তম-মধ্যম দেয়ার বিষয়ে
চুন্নী: কিভাবে আপনারা একটা মহিলার গায়ে হাত দিলেন?
পিচ্চি: আমাদের কাছে নারী-পুরুষ সবই সমান. আমরা নারী-পুরুষকে আলাদা করে দেখি না .
চুন্নী: আইনজীবিদের উপর আপনারা হাত তুলতে পারলেন?
পিচ্চি: আসলে উনারা মাঝেমাঝেই আমাদের জেলের ভাত খাওয়ান. কিছুই করতে পারি না . কালকে একটা সুযোগ পেলাম...
চুন্নী: আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে কিভাবে এমন আকাম করলেন?
পিচ্চি: আসলে আমরা গেটের বাইরে যতক্ষণ ছিলাম ততক্ষণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলাম, কিন্তু গেটের ভিতরে যাওয়ার পর আমাদের উপর জিনের আসর হয়, আমরা জামাত-শিবিরে পরিণত হই, তখন আকাম গুলো হয়ে যায়
চুন্নী: এখন আপনারা কোন পক্ষের?
পিচ্চি: গেট থেকে বেরুবার পর থেকেই আবার আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি
চুন্নী: এভাবে একটা মহিলাকে মেরে আপনাদের খারাপ লাগে নি?
পিচ্চি: আরে খারাপ লাগলে কি ওসব করা যায়? এছাড়া জামাত-শিবির আবার মানুষ নাকি? তার আবার নারী-পুরুষ? অর্ ভাগ্য ভালো ইজ্জতের উপর হাত দেই নাই . একজন তো চেইন খুলেই ফেলেছিল . আপনারা লাইভ দেখানোতে একটু ঝামেলা হয়ে গেছে.
চুন্নী: ওকি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন?
পিচ্চি: এখানে ক্যামেরা নাই তো. তাই আর সুযোগটা মিস করলাম না
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন