স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তি
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৯ ডিসেম্বর, ২০১৩, ১২:০৯:২১ রাত
রাজনীতির বাজারে বেশ মুখরোচক কথা হচ্ছে-স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তি । কেউ নিজেকে পক্ষের শক্তি হিসেবে জাহির করে সকল পাপের প্রায়শচিত্ত হয়ে গেছে বলে ধারণা করে । তাই তাদের কোনো পাপ আর পাপ নেই । কারণ তারা পক্ষের শক্তি । তাদের জন্য জান্নাত নিশ্চিত । কোনো অপরাধ গ্রহণযোগ্য নয় । আর যাবতীয় পাপ বিরোধীদের ঘাড়ে ।
আর আমরাও আম জনতা যেমনে বোঝায় তেমনি বুঝি । নিজেদের মাথাটা একদম খাটাতে চাই না । সত্যি বলতে কি, কোন দল দেশের স্বাধীনতা চায় না । কে চায় দেশ ভারত বা পাকিস্তান হউক । আর তা কি চাইলেও সম্ভব ? আসলে সবাই স্বাধীনতার পক্ষে । এককালে যারা বিপক্ষ ছিলো তারাও আজ পক্ষে । এ দেশ আর পরাধীন রাষ্ট্রে পরিণত করা সম্ভব না ।
আমরা এখনো ইতিহাস নিয়েই রাজনীতি করি । বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি দরকার সে নিয়ে ভাবার বুদ্ধিটুকুন আমাদের হয় নি এখনো। দেশে কতগুলো শিল্প কারখানা স্থাপন করব, কতগুলো কর্মদক্ষ মানুষ তৈরী করবো, দুর্নীতি কিভাবে শুন্যের কোঠায় নিয়ে আসবো, কিভাবে স্বাস্থ্যখাতকে মানসম্পন্ন করবো , কিভাবে অপরাধ দমন করবো ইত্যাদি নিয়ে ভাবলাম কই? কবে আমরা ইতিহাস ছেড়ে বাস্তবতা নিয়ে মাঠে নামবো?
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন