শাহবাগ যদি
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৪:১৪:০২ বিকাল
আজকের শাহবাগ যেনো বৈশাখী মেলা। এই প্রতিবাদের মাঝে কত যে ফুর্তি, কত যে আনন্দ, কত যে বাহবা । কিন্তু শাহবাগ যদি ফুসেঁ উঠে
১. পদ্মা সেতুর দুর্নীতিতে
২. ইলিয়াস আলীর গুম রহস্যে
৩. বিশ্বজিতের হত্যাকান্ডে
৪. বি ডি আর হত্যাকান্ডে
৫. ছাত্রলীগের হত্যাকান্ড, টেন্ডারবাজি, চাদাবাজিতে
৬. সাগর-রুনির হত্যাকান্ডে
৭. ধর্ষক সেঞ্চুরিয়ানদের বিরুদ্ধে
৮. তেলবাজদের ঘি খাওয়ার বিরুদ্ধে
৯. ক্ষমতাসীন রাজাকারদের বিরুদ্ধে
১০. খুন করেও রাষ্ট্র প্রধানের ক্ষমার বিরুদ্ধে
১১. রক্ষী বাহিনীর গুমের বিরুদ্ধে
১২. েশয়ার বাজারের কেলেঙ্কারির বিরুদ্ধে
তবে কি এই লাল গোলাপ শুভেচ্ছা থাকবে। বোধ হয় থাকবে না । তবে সত্যের সোপানের সাহসী পথিক হয়তো কিছু পাওয়া যাবে , যারা শুধু ফুর্তি নয় সত্য প্রতিষ্ঠার সত্ সাহস দেখাবে , সত্য কে চিনতে পারবে । আবেগ দিয়ে নয় , যুক্তি দিয়ে , সত্যের মাপকাঠি দিয়ে প্রতিটি ঘটনাকে বিচার করবে ।
বিষয়: বিবিধ
৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন