যে ভাবে আল্লাহ আমাকে রক্ষা করলেন ^^ ^^
লিখেছেন লিখেছেন বাংলায় কথা বলি ২৯ ডিসেম্বর, ২০১৩, ১০:২৩:১৪ রাত
আজ সকাল ১০টা ৩০মিনিটের দিকে শান্তিপুর্ন মিছিল নিয়ে যাচ্ছিলাম নোয়াখালি শহরের মাইজদী বাজারের উদ্যেশ্যে। আমাদের শান্তিপুর্ন আন্দোলনে হঠাৎ পুলিশ আক্রমন শুরু করে। মুহুর্মুহ গুলির শব্দ, টিয়ারশেল, রাবার বুলেট, আর সাউন্ড গ্রেনেড আমাদের দিকে ছুড়তে থাকে পুলিশ। মুহুর্তের মধ্যে আমাদের শান্তিপূর্ন মিছিলটি চত্রভঙ্গ হয়ে যায়। একপর্যায়ে আমরা শহরের পাশদিয়ে একটি গলিতে ডুকে পড়ি। এবং আমরা সেখানে অবস্থান করার চেষ্টা করি। যেহেতু আমাদের ইচ্ছা ছিল আমরা শান্তিপূর্ন মিছিল করার, তাই আমাদের কোনো প্রস্তুতি ছিলনা। হঠাৎ পুলিশের একটি গ্রুপ গুলি করতে করতে ঐ গলিতে ডুকে পড়ে, আর আমাদের ভাইয়েরা এদিক সেদিক ছুটা ছুটি করা শুরু করে। হঠাৎ আমি রাস্তায় পড়ে গিয়ে আহত হই। এক পর্যায়ে আমি একটি বাসায় ডুকে পড়ি। কিন্তু বাসার লোকেরা আমাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং আমাকে জিজ্ঞেস করে আমিকে? কি করি? আমি কেন তাদের বাড়িতে ডুকলাম? আমি শুধু বললাম দেখেন আমি বিপদে পড়ে আপনাদের বাড়িতে ডুকেছি, কিন্তু আমি আপনাদের কোনো ক্ষতি করবোনা। তখন এক মহিলা আমাকে বলল ভাই তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও!! কারন তোমার কারনে আমরাও বিপদে পড়তে পারি। আমি বললাম একটু অপেক্ষা করুন পুলিশ চলে গেলে আমি বাহির হয়ে যাবো। এমন সময় আমার মায়ের বয়সি এক মহিলা আমাকে জিজ্ঞেস করল বাবা তুমি কি কর? তুমিকি মিছিলে আসছ? আমি আমার পরিচয় দেওয়ার পর আমাকে বলল তুমি পড়ালেখা কর তাহলে তুমি কেন আসছ? এই জালিমেরা তো কোন ভালো মানুষকে রাখবেনা। তারপর উনি আমার ক্ষতস্থানে টুথপেষ্ট ও বিগস লাগিয়ে দিয়ে আমাকে নিষেদ করল বাবা তোর বাবা-মা তোকে অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে আর তুই এখানে জালিমের কাছে মরার জন্য আসলি? আমি কিছুই বলার সুযোগ পেলামনা। তারপর মহিলা তার ঘরে নিয়ে আমাকে নাস্তা দিল এবং নাপা ঔষধ দিল। ঔষধ খাওয়ার পর পাশের বাড়ির একটি ১২/১৩ বছর বয়সি একটি ছেলে আমাকে বলল ভাইয়া আপনি এখন বাহির হবেননা, কারন পুলিশ এখন সামনে আছে এবং গ্রেপ্তার করতেছে। আমি বললাম আমার চশমাটা হারানো গেছে! কারন চশমাটা ছিল পাওয়ারি। ছেলেটি বলল আপনি বসেন দেখি আমি পাই কিনা? আমি তাকে নিষেধ করার পরেও সে চশমা খোজার জন্য গেল, ফিরে এসে বলল ভাইয়া পাইনি। তারপর সে বলল ভাইয়া আপনি থাকেন দেখি আপনাকে দিয়ে আসার জন্য কাউকে পাই কিনা? তারপর ছেলেটি আমাকে বলল ভাইয়া আমি আপনার জন্য একজনকে নিয়ে আসছি। আপনি উনার সাথে চলে যান। আমি বাড়ির সবাইকে সালাম দিয়ে বললাম আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন, এখন আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। তারা আমাকে বলল তুমি একটু সেইভে থাকিয়ো। আমি শুধু বললাম আপনারা আমার জন্য দোয়া করবেন। তারপর লোকটি এসে আমাকে একটা রিক্সায় নিয়ে বলল তোমার কোনো চিন্তা করার দরকার নেয়! তুমি শুধু আমার পাশে বসে থাক। অতঃপর আমাকে বলল তুমি কোথায় যাবে? আমি ঠিকানা বলার পর উনি রিক্সায় করে আমাকে আমার যায়গায় এনে দিলো, এবং বলল একটু সাবধানে থাকবেন। আমাকে ভাড়া পর্যন্ত দিতে দিলোনা। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আর ভাবলাম আল্লাহ কিভাবে তার বান্দাদেরকে সাহায্য করেন???
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন