মিশরীয় আন্দোলন ও আমরা

লিখেছেন লিখেছেন বাতিলের আতঙ্ক ২১ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৬:৪১ রাত

মিশরের শান্তিপূর্ণ আন্দোলন ও আমরাঃ-.....................।।

মিশর মধ্য প্রাচ্চের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দীর্ঘ ৬০ বছর সেনা শাসনের পর গন আন্দোলনের মাধ্যমে অবসান হয় সেনা শাসন, সূচনা হয় আরব বসন্ত। সমাজতন্ত্র পন্থি সেনা শাসকেরা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য ইসলাম পন্থি রাজনৈতিক দল মুস্লিম ব্রাদারহুডের শীর্ষ নেতাদেরকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে স্বৈরাচার শাসক জামাল নাসের, আনোয়ার শাহাদাত ও হুসনি মোবারক। তাদের নির্যাতনে বার বার নিষিদ্ধ হয় মুসলিম ব্রাদারহুড। দীর্ঘ অনেক বছর নির্যাতন সহ্য করার পর অবশেষে নির্বাচনে জয়ী হয় মুস্লিম ব্রাদারহুড। কিন্তু সমাজতন্ত্রে বিশ্যাশি স্বৈর শাসকদের লালিত পালিত সেনাবাহিনি ও অন্যান্য সেক্টরের বিভিন্ন পোস্টে আগেই ডুকে পড়ে ইসলাম বিদ্বেষীরা। আর মীরজাফরের উত্তরসূরি এই সকল সেনাবাহিনি সামান্য সময়ের ব্যাবধানে গনতন্ত্রকে পদদলিত করে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে যায় সেকুলার সেনাবাহিনি। এরই ধারাবাহিকতাই মুসলিম ব্রাদারহুড এর সকল নেতাকর্মী বিক্ষোভে রাস্তাই নেমে পড়ে। তাদের সাথে যোগ হয় আরও বিভিন্ন রাজনৈতিক দল, সাধারন মানুষ, ছাত্র-ছাত্রি ও বিভিন্ন পেশা জীবি মানুষ। তাদের একটাই দাবী গনতন্ত্র রক্ষার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। তাদের বিক্ষোভে যখন সমস্ত মিসর অচল হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে মিসরের সেনাবাহিনী তাদের উপর এক বরবর গনহত্যা চালায়। হাজার হাজার মানুষ নিহত হয়, লক্ষ লক্ষ মানুষ আহত হয়, অসংখ্য মানুষ গ্রেফতার হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

কিন্তু কেন তাদেরকে হত্যা করা হল??????

তারা কি সেনাবাহিনির বিরুদ্ধে অস্র ধরেছে?????

তাদের সাথে যুদ্ধে নেমেছে???

তাদের উপর আক্রমন করেছে????

না কিছুই করেনি!! বরং তারা গনতন্ত্র রক্ষায়, ইসলাম রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়,ও রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ-অবরোধ চালিয়ে গিয়েছে!!!!!!!!

কিন্তু তাদের উপর চালানো হল বরবর গনহত্যা!!

কিন্তু তারাকি এখন সশস্র যুদ্ধে নেমে পড়েছে????

তারাকি সেনাবাহিনির উপর আক্রমন শুরু করে দিয়েছে????

না তারা তা করেনি!! তারা এখন ধৈর্য হারায়নি। বরং তারা এখনও ধৈর্য্য সহকারে বাতিলের মকাবিলা করে যাচ্ছে।

কিন্তু আমরা কি বলছি? আমরা বলি তারা কেন নিহত হচ্ছে?

তারা কেন শান্তিপূর্ণ অবস্থান করছে?

কেন শান্তিপূর্ণ বিক্ষোভ করছে?

তারা কেন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেনা?

তারা কেন সসস্র যুদ্ধের ডাক দিচ্ছেনা?

আসলে এটাই হচ্ছে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য!!!!!!!!!!

তারাও মানুষ আর আমরাও মানুষ!! তারাও মুসলিম আর আমরাও মুসলিম!!!!!!!! কিন্তু আমরা এখনও তাদের মত হতে পারিনি!!!!!!! প্রতিষ্ঠালগ্ন থেকে নির্যাতন সহ্য করতে করতে তাদের কাছে সকল কিছুই স্বাভাবিক। আর আমরা তাদের তুলনাই কোন নির্যাতনই ভোগ করিনাই।

আমরা আমাদের মত করে কথা বলি।

ব্রাদারহুডের ভাইয়েরা মনে করে শান্তিপূর্ণআন্দোলনের মাধ্যমেয় বিজয় সম্ভব!

আর আমরা মনে করি আমাদের সাথে যেরূপ আচরন করবে আমাদেরও সেইরুপ আচরন করার মাধ্যমে বিজয় সম্ভব!

তারা মনে করে হাজার নেতাকর্মী শহীদ হবে, শহিদের রক্তের বিনিময়ে বিজয় সম্ভব!!

আর আমরা বলি এত লোক শহীদ হয়ে লাভ কি??

অথচ আমরা ভুলে গিয়েছি ইসলামের ইতিহাস, কত কষ্ট সহ্য করার পর ইসলাম প্রতিষ্ঠা হয়েছে!!!

আমরা ভুলে গিয়েছি সেই কথা “খুনের দরিয়া দেখে নেই কন ভয়, সংগ্রাম এনে দিবে আমাদের জয়”

সুতারাং বাংলাদেশে ইসলামি বিপ্লব কিভাবে হবে(?) তা জানার জন্য, বুঝার জন্য আমাদেরকে ব্রাদারহুড থেকে শিক্ষা নিতে হবে। এবং সেই অনুযায়ী ধৈর্য সহকারে কাজ করে জেতে হবে।

আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন।।।। (আমিন)

Good Luck Big Grin Big Grin Unlucky

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File