"কছ কি মমিন" বলা থেকে দূরে থাকুন।

লিখেছেন লিখেছেন তাহমিদ ইব্রাহীম ২০ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৪:০০ দুপুর

ফেসবুকে অনেককেই দেখা যাচ্ছে ইদানিং "কছ কি মমিন" কথাটা ঘনঘন ব্যাবহার করতে। কেউ জানেন কিনা জানিনা, তারপরও বলছি। "কছ কি মমিন" কথাটা প্রথম ফেসবুকে ইউস করে নিহত ব্লগার রাজীব হায়দার ওরফে থাবা বাবা। তিনি এটা বলতেন মুসলিমদের ভেংচিয়ে। কোন মুসলিম ইমানদার ব্যক্তিকে আমরা আল্লাহ্‌র মুমিন ব্যক্তি বলি। এই মুমিন টাকে তিনি বানিয়ে দিয়েছেন "কছ কি মমিন" । যেহেতু থাবা বাবার সাথে ফেসবুকে চ্যাট হতো আমার, তাই আমি জানি তিনি এটা বলতেন। আর ফেসবুকে কিছু গাধা কথায় কথায় "কছ কি মমিন" কথাটা ব্যাবহার করছে না জেনে, না বুঝে। আমি রিকুয়েস্ট করবো সবাইকে এটা না বলার জন্যে।



বিষয়: বিবিধ

২৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File