আসাদুজ্জামান নুর ও আমার রাজনৈতিক ভাবনা

লিখেছেন লিখেছেন ফারুক এহসান ২০ জানুয়ারি, ২০১৪, ১০:৫৫:৪২ রাত

প্রচলিত

রাজনীতিতে হিংস্রতা বা সহিংসতা বল

শব্দ নাই। কারন

রাজনীতি জিনিসটা নিজেই সহিংস

বা হিংস্র( ইসলামী দল বাদে).। এই

জিনিসগুলো না থাকলে একে সাধুনীতি বল

আপনি যখন রাজনীতিবিদ

হিসেবে এইগুলো প্রকাশ্যে করেন তখন

আমি তাকে খারাপ বলি না। কিন্তু যখন

সুশীল, কবিতাপ্রেমী, সংস্কৃতিবান মানুষের

অভিনয় করে জনগন

কে বোকা বানিয়ে সহিংস কাজ করেন

সেটা হয় কুত্তানীতি রাজনীতি নয়।

আসাদুজ্জামান নুর নামের একটা কুত্তার

বাচ্চা নিজেকে খুব সংস্কৃতিবান,

কবিতাপ্রেমী সুশীল সমাজের

প্রতিনিধি রুপে যখন টিভির

সামনে কবিতা আবৃতি করেন তখন

তাকে নিষ্পাপ মনে হয় কিন্তু এই

লোকটা ঠান্ডা মাথার সিরিয়াল কিলার

ঠিক তার অভিনীত "সিরিয়াল কিলার"

নাটকের মত। কিছুদিন আগে তার

গাড়িবহরে জনগন প্রতিরোধ করে। এরপর

মামলা হয়। গতদিন এই মামলার ১ম

আসামী র্যাব এর গুলিতে নিহত হয়। এরপর

গতকাল নিহত হয় মামলার তিন নম্বর আসামী।

আজ নিহত হয়েছে দুই এবং চার নম্বর আসামী।

এই লোকটা ঠান্ডা মাথায়

র্যাবকে দিয়ে এই খুনগুলো করাচ্ছেন। অথচ

এইগুলিই সুশীল সেজে জনগনকে ধোকা দেয়।

আমি রাজনীতিকে রাজনীতির মত ব্যবহার

এর পক্ষে। আমার কাছে গোলাম মাওলা রনি,

আন্দালিভ পার্থ বা আসাদুজ্জামান নুর দের

মত সুশীল শয়তান এর চাইতে শামীম ওসমান,

জয়নাল হাজারী, তাহেরদের মত

রাজনীতিবিদরা বেশী প্রিয়। কারন

এরা যা করে প্রকাশ্যে করে আসাদুজ্জামান

নুরের মত সুশীলতার মুখোশ পরে সিরিয়াল

কিলিং করে না।

বিষয়: বিবিধ

১৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File