পুতুলের স্ট্যাটাস ও জামায়াত এর সম্ভাবনা
লিখেছেন লিখেছেন ফারুক এহসান ০৬ জানুয়ারি, ২০১৪, ০৬:১৮:২৭ সন্ধ্যা
পুতুলের লেখা ও জামায়াত ইসলামীর
সম্ভাবনা
সম্প্রতি শেখ
হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল
একখান সেইরকম স্ট্যাটাস
ফরমাইয়াছেনঃ
''ধরা যাক, ১৯৯০ সালে জামাত-
শিবিরের সমর্থন ছিলো প্রায় ১০
থেকে ১৫ লাখ
(**বাস্তবে আরো বেশী ছিল, পুতুল কম
বলেছে) এবং ২০০৭ সালে সমর্থন
গিয়ে পৌছায় প্রায় ১ কোটি!! আজ
২০১৪ সালে সবাই
ধারণা করছে বা তাদের সমর্থন
বেড়েছে কোটিরও বেশি!!
এতে পরিষ্কার ভাবে বোঝা যায়
যে ধীরে ধীরে সমর্থন
বেড়েছে বা এভাবে চলতে থাকলে আ
সমর্থন বাড়তে থাকবে!! (বুঝলাম
তোমাগো চিন্তার কারন
চিন্তা করতে থাকো!)
আমরা এখন একটু ভাবতে থাকি ৩০ বছর
(২০৪৪ সাল) পরের বাংলাদেশের
কথা !! তখন বাংলাদেশের
জনসংখা হবে প্রায় ২০ কোটি বা তার
চেয়েও কিছু বেশি!! একটু ভাবুনতো,
এইভাবে চলতে থাকলে তখন জামাত-
শিবীরের সমর্থন কত সংখায়
গিয়ে পৌছাবে???
সেটি হতে পারে প্রায় ৭ থেকে ৮
কোটিরও বেশি!! এতে বোঝা যায়
যে বাংলাদেশে জামাত-শিবীর
সংখা গরিষ্ট সমর্থন লাভ
করবে এবং তখন তারা একক
নির্বাচনে অংশ গ্রহণ করবে!!
অবশেষে প্রতীয়মান হয় যে, আবার সেই
পাকিস্থানি দল ক্ষমতায়
আসলো বা আসবে (সত্য প্রকাশ করার
জন্য খুশি হলাম) এবং যেই সমস্থ দলের
রাজনীতিবিদ বা নেতারা রক্ত
দিয়ে এই দেশকে , করলো,
তারা রাস্তার মাঝেই
পড়ে থাকবে এবং অবহেলিত
হতে থাকবে!!! ( কুত্তার
যায়গা কোথায়?) তাছাড়া আমাদের
দেশের পরিচয় হতে পারে বিশ্বের
মধ্যে সবচেয়ে বড় একটি জঙ্গি রাষ্ট্র!!
সারাবি িশ্বের জামাত ইসলাম এর
আমীর বলেছেন, তালেবান হুকুমত
হচ্ছে সবচেয়ে শ্রেষ্ট হুকুমত
আপনাদের কি মনে হয় এই বিশ্বাস
ঘাতক, ইসলামের শত্রু
বা কারো কারো চোখে পাকিস্থান
দলাল জামাত-শিবীর যখন ক্ষমতায়
আসবে, ওদের
কাছে থেকে ক্ষমতা কেড়ে নেয়া খুব
সহজ কাজ হবে??? কখনই না!! মিশরের
(এক্সিউজ মি মিসরের মুসলিম
ব্রাদারহুড এর সাথে আপনার
শত্রুতা কিসের?)
চেয়েও খারাপ অবস্থা হতে পারে!!
তাই এখনই উপযুক্ত সময় রুখে দাড়ানোর.... ''
বিষয়: বিবিধ
১৭৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটু আগে ফেসবুকে বলেছিলাম, জামাত বিএনপি তাদের সকল আন্দোলন স্থগিত করে বসে থাক। দেখা যাক আ লীগ কত সুন্দর দেশ চালায়। নিজেরা কত মিল মহব্বত জাহির করে। দেখলেন তো আজই দোহারে পাচ জন শেষ হয়ে গেছে।
আল্লাহর সিস্টেমটা এমনি।
মন্তব্য করতে লগইন করুন