টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন ও কিছু কথা
লিখেছেন লিখেছেন ফারুক এহসান ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩৮:৪১ রাত
টাইমস অব ইন্ডিয়া আজ ৭১ ,আওয়ামীলীগ ও
ইসরাইল নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য
বিষয় নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে।
সেখানে দেখা যায় আওয়ামীলীগ অর্থাৎ
শেখ মুজিব পূর্বপাকিস্তান স্বাধীন হোক
সেটা তিনি চাননি।
আর ২য় বিষয়টি হল ৭১ এ ভারত -পাকিস্তান
( ভারতীয়দের ভাষায়) ইসরাইল যুক্তরাস্ট্রের
অগোচরে গোপনে পাকিস্তানের
বিরুদ্ধে ভারতেকে অস্ত্র সাহায্য দিয়েছে।
এই দুটি বিষয় যদি এখন গোলাম আযমের
গ্রেফতারপূর্ব ভাষনের সাথে মিলিয়ে নেই
তাহলে আমরা মুক্তিযুদ্ধের আসল
চেতনা বুঝতে পারব।
প্রথমত শেখ মুজিব, গোলাম আযম কেউই
চাইনি দেশটা ভেঙ্গে যাক। এখন যেমন
আমরা চাইব না বাংলাদেশ
ভেঙ্গে পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাক।
দেশ ভেঙ্গে গেলে তার
পরিনতি কি হবে তা শেখ মুজিব যেমন
জানতেন, গোলাম আযমও জানতেন। তাই
তাদের দৃষ্টিভঙ্গি সেই সময়ে এই
ব্যাপারে এক ছিল।
বর্তমান প্রেক্ষাপটে শেখ মুজিব ও গোলাম
আযমের দৃষ্টি ভঙ্গি যে ঠিক ছিল
তা বোঝা যাচ্ছে, বর্তমান ভারতের
কর্মকান্ডে। ভারত আমাদের সংস্কৃতি,
অর্থনীতি নিজেদের করায়াত্ব
করে নিয়েছে, এখন প্রকাশ্য
দিবালোকে বিশ্ববাসিকে বাংলাদেশকে ভারতের
চোখে দেখতে বলেছে।
আর আপনারা ভালভাবেই জানেন ইসরাইল
মূলত মুসলমানদের শত্রু। সেটা মহান আল্লাহ
যেমন আলকুরআনে বহু জায়গায় বলেছেন,ঠিক
তেমনি আমরা বাস্তবেও ১৯৪৭ সাল
থেকে দেখছি। তাহলে মুসলিম দেশ
বাংলাদেশকে সাহায্য করার কোন মানেই
হয়না ইসরাইলের। ইসরাইল মূলত চাচ্ছিল
শক্তিশালি মুসলিম দেশ পাকিস্তান
ভেঙ্গে দুর্বল হয়ে যাক।
তাহলে মুসলিমরা আরো দুর্বল হবে।
মুসলিমদের ক্ষতি মানেই তাদের আনন্দ।
আশা করি শাহাবাগীরা তাদের দাদাদের
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টার আশিশ
ইয়াচুরি ও গবেষক শ্রীনাথ
রগুভানকে রাজাকার বলবেনা??? আবার
বলতেও পারে। তাদের তো আবার
লজ্ঝ্বা নেই
http://timesofindia.indiatimes.com/home/opinion/interviews/Even-in-1971-Awami-League-wasnt-stating-it-wanted-independence-Srinath-Raghavan/articleshow/28114458.cms
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন