পটেনশিয়াল এনার্জি vs কাইনিটিক এনার্জি র অপেক্ষায়
লিখেছেন লিখেছেন নিউরনের অনুরনণ ০৬ জুলাই, ২০১৪, ০৯:৩০:৪৩ রাত
২৫ শে মার্চের রাত টা কতটা কালো ছিলো? কি ঘটেনি এই রাতে? কি পঠিত হলো কালুর ঘাট বেতার কেন্দ্রে? চোখের কোনায় জমে থাকা জলের নেমে যাওয়া পথকে অনুসরণ করতে সময়কে কতক্ষণের জন্য থমকে থাকতে হয়েছিলো? বর্বরোচিত ঘটনাগুলো কি ইতিহাসের পাতা নাকি FREEDOM SHOWER IGNORABLE INCIDENT? পাকিদের কাছে আমাদের পঁচিশের রাত ওদের র্যাগ দেয়ার মতো কোনো দিন? নাকি উত্তরবঙ্গের ধর্ষণ হয়ে যাওয়া সেই নারী, যার যৌন অঙ্গের ভিতর ঢুকে যাওয়া গুলির মতো র্যাগিং সিলিব্র্যাশন? তাদের র্যাগিং স্টাইল আল্টিমেটলি গণহত্যা, এনকাউন্টার, অগ্নিসংযোগ দিয়েই কি শেষ হয়েছে? দুধের শিশুকে ছুড়ে ফেলে দিয়ে কি ওই মায়ের সাথে র্যাগিং করেই সমাপ্তি টেনেছেন?
পাকদের সবচেয়ে বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ হলো বাঙ্গালী জাতির কাছে ক্ষমা না চাওয়া ।
পাকরা এতো এতো করেও থেমে নেই তারা তাদের দাম্ভিকতা, কুটনৈতিক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে ।তারা বাংলাদেশে WORLD CUP খেলতে আসবে না, BPL এ তাদের খেলোয়ার পাঠাবে না , আর বাংলাদেশের ব্যাপারে যতশত নাক গলানো কথাবার্তা ।বাংলাদেশের সাথে পাকিদের BREAK UP এর পর They continuosly sick their DOG on BANLADESH. 1974 এর আগে UNITED NATIONS এর সদস্যপদ লাভের আগেই তারা চায়নার সহায়তা চেয়েছিল যাতে বাঙ্গালীরা মেম্বারশিপ না পায় ।
কোথায় গিয়ে ঠেকবে তারা ? নাকি তারা আরো ইতিহাস বিরল কোনো ঘটনার অপেক্ষায় (৫২ এর মত) । তাদের এতো তেজ কেন? তারা কি একেক টা পটেনশিয়াল এনার্জি, কথায় যেনো চিড়াগূলো নিষ্প্রভ হয়ে ভিজে যেতে চায় ।
বিষয়: আন্তর্জাতিক
১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন