I don't contradict to celebrate 31st night.. keep virginity, don't degrade ur familiar heads
লিখেছেন লিখেছেন নিউরনের অনুরনণ ০১ জানুয়ারি, ২০১৪, ০১:০৫:১৪ দুপুর
আপু!তোর মনে আছে কিনা জানিনা, বেশকয়েকবছর আগে সম্ভবত থার্টি ফার্স্টনাইট পালনকরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরটিএসসিতে এক মেয়ে শ্লীলতাহানীরশিকার হয়।রাতের ১২ টা বাজে অর্থাৎমধ্যরাতে তখন হাজার হাজার যুবকযুবতী যৌবনেরআবেগে গা ডলাডলি করে মিলিতহয়েছিল নতুনবছরকে বরণ করে নিতে। সেইনারী পুরুষের অবাধ মিলনমেলারআধুনিকতার বলি হয় সেই মেয়েটি। তারজীবনের সবচে মূল্যবানসম্পদে একটা পশুর ঘন কেশযুক্তকালো হাতের স্পর্শ লাগে।আমি শতভাগ নিশ্চিত, কয়েক মুহূর্তেরসেইদুঃস্বপ্নটি আজো ঘুমাতে দেয়না মেয়ে আদ্যাখ! সময় বয়ে যায়, মুছে যায় স্মৃতি।সেই দিনের ঘটনা সারা দেশে আলোড়নতুলেছিল। সোচ্চার হয়েছিল সবাই।কিন্তু ঐ যে, সময় বয়ে গেছে? আমরাওভুলে গেছি সে দিনের ঘটনা।ভুলে গেছে আমাদের হাজার হাজার লাখলাখ বোন, যারা আজ ৩১তারিখ আবার মিলিত হবে সেই আদিমমিলনমেলায়।ছেলে মেয়ের সীমান্তের কাঁটাতারসেদিন উঠে যাবে।গায়ে গা লাগিয়ে,জড়াজড়ি করে,নেচে গেয়ে আবারনারী পুরুষএকে অন্যতে বিলীন হবে। তারপরফিরে আসবে সেই কেশযুক্ত কালো হাত।খুঁজে বেড়াবে আমাদের কারো বোনেরসবচে মূল্যবান সম্পদ। অতঃপরঘুমাতে দেবেনা তাকে আমৃত্যু। আপু! তুইআমার কল্পনার বোন। আমার কোন বোননেই। থাকলে আমি সত্যি তাকে হাতজোড় করে বলতাম, আপু! তুই এইসবথেকে শত হাত দূরে থাকিস। আমি পুরুষ।আমি জানি আল্লাহ আমাদেরকিভাবে সৃষ্টি করেছেন।কিন্তু তুই জানিস না। বিশ্বাস কর!একটুও জানিস না! পুরুষ যখন হাতেরকাছে তার সবচে কামনীয়বিষয় পেয়ে যায়, তখন সে হায়েনারচাইতেও হিংস্র হয়ে ওঠে। তুইবলবি সব পুরুষই তো এমন না। হ্যাঁ আপু।সব পুরুষএমন না। যারা এমনপশু না, তারা কখনই এমন কোথায়যাবেনা,যেখানেনারী পুরুষের কোন ব্যবধানথাকেনা। তারা এমন কোথাওথাকবেনা,যেখানে কোন মেয়ের সাথে তাদেরছোঁয়া লেগেযায়। তারা এমন কোথাওযাবেনা,যেখানে মেয়েরা বেপর্দা হয়ে তাদেগায়েরপাশে নেচে নেচে নিজেকে “এভেইলেবলপ্রমাণকরে। তুই তাদের একটাকেও এসবজায়গায় পাবিনা আপু! একটাকেও না!তারা আল্লাহকে ভয় করবে।তারা আল্লাহকে সিজদা করবে,নিজের কামনাকে না।যারা মনের দিক থেকে পশু, যাদেরকামনা পাশবিক,তাদের তুই এইসব যায়গায়লাখে লাখে পাবি।তারা তোকে হাতদিয়ে না পারলেও চোখদিয়ে খুবলে খুবলে খাবে।বিশ্বাস কর আপু!তোর সাথে তারা সাধুব্যক্তি হয়ে কথা বলবে ঠিক! কিন্তুতোরআড়ালেতারা তোকে নিয়ে কি ভাবতুই মরেযেতি বোন। তুই মরে যেতি। আপু!তুই প্লিজ এইসব থেকে শতহাতদূরে থাকিস !আপু! তুই আল্লাহকে ভয় করিস।[বোনহীন এক ভাই এর পক্ষ থেকে সকলবোনের প্রতি]-------Collected.#_HASSAN_
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন