বাংলাদেশের জীবন
লিখেছেন লিখেছেন জ্ঞানের পথিক ১৯ ডিসেম্বর, ২০১৩, ১১:০১:৫৮ সকাল
এই বাংলাদেশ; তুই অবশ ঘুমিয়ে
পড়েছিস নাকি? সজাগ হয়ে তাকিয়ে
দেখ, হায়েনারা কী শক্ত করে
তোর সর্বাঙ্গ পেঁচিয়ে ধরেছে।
শরীরে ভূমিকম্পের শক্তি নিয়ে
প্রচণ্ড ঝাঁকুনিতে নিজেকে ছাড়িয়ে
নিয়ে জানান দে তুই মরবিনে,
বেঁচে আছিস, বেঁচে থাকবি।।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন