অসমাপ্ত ভাললাগা।
লিখেছেন লিখেছেন সত্যের সুবাতাস ২৬ মার্চ, ২০১৪, ০১:১৮:০০ রাত
তখন মোবাইল নতুন।বর্তমান সময়ের মত এমন সহজলভ্য ছিল না।মোবাইলের ফাংশানগুলো শিখতেই লেগে গেল অনেকদিন।ভিডিও গেমস এর পর মোবাইলে গেমস খেলা অন্যরকম অনুভূতি।কারও কল আসলে নিজেকে খুব গুরুত্ত্বপূর্ণ মনে হত।অচেনা নাম্বার হতে কল আসা খুব ঈর্ষনীয় বিষয় ছিল যদি তা কোন ললনার হতো।পরিবারের পক্ষ থেকে খুব কড়াকড়ি ছিল।ধার্মিক ছিলাম না।ঐতিহ্যগত কারণে বাবা-মার বকাবকিতে দেখে শুনে চলতাম।ললনাদের সংস্পর্ষ সব বিষয়ে এড়িয়ে যেতাম।হটাত একদিন অচেনা নাম্বার থেকে কল এলো।নারী কন্ঠ শুনে বুক দড়ফড় করছে।কম্পিত কন্ঠে জিজ্ঞেস করলাম, ‘কাকে চাই?’
উত্তর এলো, ‘মামুন আছে?’
-আমি মামুন না,আমার পরিবারে মামুন নামে কোন প্রাণী নেই।এই তল্লাটে মামুন নামের কেউ থাকেনা।
জবাব এলো, ‘মামুন না থাকলেও ফোনে টাকা তো কাটা যাচ্ছে।আপনার সাথে কথা বলি?’
বললাম, ‘আমি তেমন কথা জানিনা,আপনি হয়তো আপনার কোন প্রিয় মানুষকে চেয়েছিলেন।কিন্তু আমিতো ভাল মানুষ নাও হতে পারি।শুধু শুধু কেন টাকা নষ্ট করবেন?’
আর কথা বলার প্রবৃত্তি হলো না।কথা বলার সুযোগ না দিয়েই লাইন কেটে দিলাম।পরদিন একই নাম্বার থকে ফোন আসল।‘ভাইয়া,আপনার কথাটা কালকে খুব ভাল লেগেছে।’
আমি বললাম, ‘বাটপার,টাউটদের কথা সুন্দর বেশি হয়।’
জিজ্ঞেস করল, ‘ভাল আছেন?’
-এতক্ষণ ভাল ছিলাম,আপনার ফোনটা পেয়ে ফুরফুরে মেজাজটা নষ্ট হয়ে গেল।
আমার দেওয়া চমৎকার বাঁশ খেয়ে হজম করতে না পেরে লাইন কেটে দিল।পরদিন অনেক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলাম।একই প্রশ্ন, ‘ভাল আছেন?’
-বিরক্ত হচ্ছিনা,কিন্তু মেয়েদের সাথে কথা বলা আমার যায় না।আপনি কি আমার ভাল চান?ভাল থাকতে দিতে চান?
উত্তর এলো, ‘অবশ্যই অবশ্যই।’
-তাহলে আর কখনো এই নাম্বারে কল করবেন না।যেদিন কল দিতে ইচ্ছা হবে, মনে করবেন তখন থেকে আমি আর ভাল নেই।
আর কল আসেনি।অচেনা ললনাটি হয়তো আমাকে ভাল রাখতে চায়।ভাল রাখতে পারবে তো?আশা করছি।
(আমার এক বন্ধুর ঘটনা অবলম্বনে)
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধূর! এইডা কুনো কাহিনী অইলো? আপনের নাম্বারডা দেন। এমন গ্যাঞ্জাম লাগামু। পেটের ভাত সব পাথর হইয়া যাইবো।
ধন্যবাদ শেয়ার করার জন্য!
আপনার লেখার ধরনটা দেখে বেশ হাসলুম। মজা করে পড়লুম।
যেদিন কল দিতে ইচ্ছা হবে, মনে করবেন তখন থেকে আমি আর ভাল নেই।
মন্তব্য করতে লগইন করুন