আল্লাহর নামে শুরু করছি - নানার দেশ

লিখেছেন লিখেছেন সালাহ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১০:০০ রাত



নাযাবে যদি নানার দেশে

তাড়াতাড়ী আয় ।

নানী আমার মিষ্টি হেঁসে

দাঁড়িয়ে আছে ঠায় ।

নতুন চালের পিঠা পায়েস

নয়া ধানের মুড়ি ।

রসের নাস্তা খাবে আয়েশ

নাই তাহার জুড়ি ।

মামীর হাতের পাটী সাপটা

কত মজাদার ।

কামিন চালের মজার নাস্তা

খাবে বারবার ।

আম গাছে উঠবে যারা

দুষ্ট ছেলের দল ।

নিজ হাতে পাড়বে কারা

মিষ্টি রসের ফল ।

সন্ধ্যা বেলায় খেতে দেবে

ইলিশ মাছের ঝোল .

তাজা খাসীর ভুনা রবে

হবে রুইয়ের কোল ।

বিদায় কালে মামা এসে

কতদিন পর এলে ।

খিল খিলিয়ে মিষ্টি হেঁসে

এমন কি আর খেলে ।

ভর দুপুরের জ্যৈষ্ঠ মাসে

খেতে মজার ফল ।

আবার কিন্তু আসতে হবে

প্রিয় ভাগ্নের দল ।

বিষয়: সাহিত্য

১৩৮২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179127
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো লেগেছে
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
132130
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো আর আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা
179138
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৭
বিন হারুন লিখেছেন : নানী নেইকো নানাবাড়ী
কবরে তিনি শুয়ে,
মজা পাই না আগের মতো
নানাবাড়ী গিয়ে. Straight Face
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৯
132132
সালাহ লিখেছেন : আমারও নানী নেই । তবুও কবর যিয়ারতের জন্য যেতে হয় আর শুধু নানীর হারানো সৃতি..... যাহোক আপনার নানীর জন্য রইল আল্লাহর নিকট বেহেশতের আর্জি
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
132148
বিন হারুন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভাই.
179157
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৬
নীল জোছনা লিখেছেন : মাশাল্লাহ অনেক সুন্দর লেখা। ভালো লাগলো
179167
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৩
আফরোজা হাসান লিখেছেন : অনেক সুন্দর কবিতা। Happy Good Luck Rose
179214
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২০
আলোর আভা লিখেছেন : খুব ভাল লাগল তো কবিতা ।ধন্যবাদ ভাইজান ।
179250
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৪
শিকারিমন লিখেছেন : কবি হে , অনেক সুন্দর হলো যে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File