আল্লাহর নামে শুরু করছি ছদ্মবেশ
লিখেছেন লিখেছেন সালাহ ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:২৩:৩০ বিকাল
মানব সেবার নামে
ওরা করে ভন্ডামী ।
গরীব দুখীর প্রেমে
তারা ধরে সন্ডামী ।
চেতনা নামক ঔষধ
তারে ঢালে প্রতিদিন
কলহ ঘাতকে অবোধ -
সারা জাতি গতিহীন ।
চেতনার মুখোশে ওরা
বাজায় খুনের ডঙ্কা ।
যাতনার আবেশে সারা -
জাতিতে প্রানের শঙ্কা ।
বিষয়: সাহিত্য
১৪০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন