আল্লাহর নামে শুরু করছি(অভিলাষ )

লিখেছেন লিখেছেন সালাহ ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৭:৪২ দুপুর

প্রানের মালিক আমায় নিয়ে

চলনা মদীনায় ।

যেখানে আমার মায়ার নবী

ঘুমায় নিরালায় ।

সেখানে গিয়ে দেব সালাম

প্রিয় রওজায় ।

ধীরে ধীরে পড়ব কালাম

হয়ে অসহায় ।

সেই পথের সাদা ধুলি

মাখব সারা গায় ।

যেই পথেতে যেত নবী

হাটি হাটি পায় ।

পাপ পূন্যের তরে প্রভু

নিও কৈফিয়ত ।

শত পাপের ভীড়ে তবু ,

দিও রহমত ।

খুলে বলব তোমার কাছে

মনের যত চাওয়া ।

তোমার দয়ায় পূন্য হবে

আমার শত পাওয়া ।

বিষয়: সাহিত্য

১৪৩৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171944
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ! চমতকার হয়েছে ।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
125688
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো । আর আপনার জন্য রইল শুভেচ্ছা
171955
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
প্রিন্সিপাল লিখেছেন : আপনার চাওয়া-পাওয়া আল্লাহ তায়ালা কবূল করুন। আমীন
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
125716
সালাহ লিখেছেন : আল্লাহুম্মা আমীন । আপনাদের জন্যও যেন কবুল হয়ে যায়
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
125796
প্রিন্সিপাল লিখেছেন : আমীন
171978
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
125717
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File