আমার গাঁ
লিখেছেন লিখেছেন সালাহ ২৫ জানুয়ারি, ২০১৪, ১২:৫৭:৩৬ দুপুর
যাবে কি ভাই আমার সাথে ,
সেই ছোট্ট গায় ।
যেথায় কালো ডাহুক হাঁটে ,
মৃদু মৃদু পায় ।
মা বোন কুরআন পড়ে ,
মধুর সুরে হায় ।
গেঁয়ো কিষান লাঙ্গল নিয়ে ,
খেতের পানে ধায় ।
ধানের শীষে প্রজাপতির ,
বসে দারুন হাঁট ।
দিনের শেষে লজ্জাবতীর ,
আসে লাজুক পাট ।
তাল গাছে বাবুই পাখি ,
বাধে স্বাদের বাসা ।
ধান দেখে কৃষক আখি ,
বুনে মনের আশা ।
চড়ুই পাখি কিচির মিচির ,
করে ঘরের কোনে ।
দোয়েল পাখি টুইট টুইট ,
নিজে বাসর বোনে ।
ঝিলের মাঝে শাপলা হাসে ,
ভাসে মাছের দল ।
ছলাত ছলাত শব্দে আসে ,
ধেয়ে মেঘের জল ।
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন