আমার গাঁ

লিখেছেন লিখেছেন সালাহ ২৫ জানুয়ারি, ২০১৪, ১২:৫৭:৩৬ দুপুর

যাবে কি ভাই আমার সাথে ,

সেই ছোট্ট গায় ।

যেথায় কালো ডাহুক হাঁটে ,

মৃদু মৃদু পায় ।

মা বোন কুরআন পড়ে ,

মধুর সুরে হায় ।

গেঁয়ো কিষান লাঙ্গল নিয়ে ,

খেতের পানে ধায় ।

ধানের শীষে প্রজাপতির ,

বসে দারুন হাঁট ।

দিনের শেষে লজ্জাবতীর ,

আসে লাজুক পাট ।

তাল গাছে বাবুই পাখি ,

বাধে স্বাদের বাসা ।

ধান দেখে কৃষক আখি ,

বুনে মনের আশা ।

চড়ুই পাখি কিচির মিচির ,

করে ঘরের কোনে ।

দোয়েল পাখি টুইট টুইট ,

নিজে বাসর বোনে ।

ঝিলের মাঝে শাপলা হাসে ,

ভাসে মাছের দল ।

ছলাত ছলাত শব্দে আসে ,

ধেয়ে মেঘের জল ।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167200
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
প্রিন্সিপাল লিখেছেন : ভাই সালাহ! আমার জন্য কয়েকটি শাপলা পাঠিয়ে দিবেন কিন্তু।
167203
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
সালাহ লিখেছেন : ইন শা আল্লাহ দেশে আসলে দিব । আগে আপনি দাওয়াত দিবেন , তারপর শাপলা এবং ইলিশ মাছ সহ আপনার বাড়ীতে যাব
167331
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
আলোকিত ভোর লিখেছেন : সুন্দর কবিতা Rose
167848
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো । আর আপনার জন্য রইল শুভেচ্ছা @ আলোকিত ভোর
168015
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
জবলুল হক লিখেছেন : চমৎকার লিখেছেন। ভালো লাগল । Rose Rose
168471
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো । আর শুভেচ্ছা রইল আপনাত জন্য @ জবলুল হক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File