আহারে......
লিখেছেন লিখেছেন সালাহ ২০ জানুয়ারি, ২০১৪, ০১:৩১:৪০ দুপুর
উহারা আজ বুদ্ধি জীবি ,
তাইতো করে বুদ্ধি ফেরী ।
বুদ্ধির আয়ে চাল কিনে ,
বুদ্ধির আয়ে কিনে শাড়ি ।
কখনো আল্লাহ বিরোধী ,
কখনো বিরোধী রাসুলের ।
কখনো হিজাব বিরোধী ,
কখনো বিরধী অস্তিত্বের ।
উহারা ভাবে মরে গেলে হায় -
খালেক , প্রভু তারে আর পায় !
ভাবেনা উহারা প্রথমে ,
আল্লাহ বানালা কেমনে ?
যখন তারা বুঝতে পাবে ,
তখন দেহ কবরে খাবে ।
সকলে কাঁদে ছাড়িয়া নিশ্বাস ,
আহারে যদি থাকিত বিশ্বাস ।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন