স্বঘোষিত মুক্তিযোদ্ধা , চুড়িওয়ালা ও শিবিরের ভাবনা
লিখেছেন লিখেছেন সালাহ ১৯ ডিসেম্বর, ২০১৩, ১২:২৯:০১ রাত
*** স্বঘোষিত মুক্তিযোদ্ধা
ফাসী , ফাসী , ফাসী চাই
রাজাকারদের ফাসী চাই ।
লাল সবুজের এই বাংলায়
রাজাকারদের ঠাই নাই
*** চুড়ীওয়ালা
দে ছাইড়া দে ,
আমাগের নেতাগেরে ।
মির্জা ফখরুল, হান্নান শাহ
আরো আছে খোকা ভাই ।
আমান ভাইয়ে খেপলে এবার
তোদের রক্ষা নাই ।
মওদুদ ভাই ঠান্ডা মানুষ,
কথা কয় নরমে।
পিন্টু ভাই ছাড়া পেলে -
তোদের পালাতে হবে ।
দে ছাইড়া দে,
আমাগের নেতাগেরে।
শেয়ার বাজার , সোনালী ব্যাংক
পদ্মা সেতু , সত্তর লাখ ।
রানা প্লাজার হিসাব এবার -
তোদের দিতে হবে ।
দে ছাইড়া দে ,
আমাগের নেতাগেরে ।
*** শিবিরের ভাবনা
আমার বুবু কেমন আছে ,
সে কি তাহা জানে , বুবুগো-
তুমি মুখোশধারীর রানী ,
তোমায় মোরা ভোট দেবনা ।
ও বুবু শোন -
সন্ত্রাস করা ভালো নয় ,
সন্ত্রাস কেন দাও?
এক মুখে দুই-
কথা কেন কও ।
বিশ্বজিতের মায় কাইন্দা কয়
পোলা আমার ফিরাই দাও,
পোলার শোকে কইলজা জইল্লা যায় -
বুবুগো,তুমি সন্ত্রাসীদের রানী
তোমায় মোরা ভোট দেবনা ।
ও বুবু শোন -
দিন দুপুরে জামাআত
আন্দার রাইতে হিফাজত,
আর কতগো খাইবা তুমি লাশ !
সময় আইলে লাশের হিসাব
আমরা ছাড়বোনা বুবুগো -
তুমি লাশ খেকোদের রানী
তোমায় মোরা ভোট দেবনা ।
ও বুবু শোন -
চুদুর বুদুর বুঝিনা ,
তাল বাহানা মানিনা ।
কেয়ার টেকার দিতে হবে দাও ।
খেপলে এবার দেশ জনতা,
নেবে কাইড়া লাল ক্ষমতা,
পালাবার জায়গা তুমি -
আর যে পাবানা ।
বুবুগো তুমি কারচুপিরই রানী
তোমায় মোরা ভোট দেবনা ।
বিষয়: রাজনীতি
১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন