অনিশ্চিত গন্তব্য এবং একটি অপেক্ষা...
লিখেছেন লিখেছেন আলো আঁধারের সন্ধিক্ষণ ২২ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৭:০৯ দুপুর
কলমের পিনপয়েন্ট থেকে তোমায় খুঁজে পাওয়া।
কালি ফুরোবার আগেই হয়তো হারিয়ে যাবে তুমি।
জানি হারাবো,
ইতি লেখার সময়টুকুও পাবোনা।
হারিয়ে যেও,
তবুও ফিরে এসো কার্তিকের কুয়াশা হয়ে।
অথবা এক ফালি চাঁদ হয়ে, যা কিনা সহস্র তারার মাঝেও আকাশের কেন্দ্রবিন্দু হয়ে ইশারা করবে আমায়।
অপেক্ষায় থাকবো, দখিনের জানালা খুলে।
কথা হবে নির্ঘুম,
ঘড়ির কাটায় ভর করে একে একে কেটে যাবে মাঝরাত থেকে গড়িয়ে পৃথিবীর আলো ফুটে স্পষ্ট হয়ে ওঠা প্রতিটি সুবর্ণ সকাল।
ফিরে যাবো আমিও, তোমারি কাছে।
একবার নয়, সহস্রবার।
পূর্ণ চন্দ্রালোকিত কোন এক রাতে, বর্ষণ শেষে তোমার আঙিনায় জমে থাকা বৃষ্টিজলে কাগজের নৌকা হয়ে।
অথবা বকুলের নুপুর হয়ে শিশিরভেজা তোমার কোন এক পায়ে।
সাথী হবো তোমার,
যখন একাকী নিরালায় বসে কাঁদবে, প্রথম অশ্রুটুকু হয়ে গড়িয়ে যাবো তোমার চোখের পাতা ভিজিয়ে।
অথবা কোন এক গৃষ্মের দুপুরে আপনা সত্তা বদলে আমি শীতল বাতাস হবো শুধু একবার তোমায় ছুঁয়ে যেতে।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন