ফিরে এসো মনির খান।

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ০৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৫০:৪৩ রাত

মনোনয়ন না পাওয়ার ক্ষোভে বিএনপি থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান।

বিষয়টি খুবই দু:খ জনক।

কিন্তু প্রিয় মনির খান,

অঞ্জনাকে না পাওয়ার বেদনায় নীল হতে হতে তুমি গেয়েছিলে-

"...তোমার মাথায় কত চুল,তুমি চুল পরিমাণ ভালবাসা আমায় যদি দিতে,আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এইনা পৃথিবীতে......।"

এই গানেই তুমি আরো বলেছ-

"....তোমার খুটে খাওয়া নখের সমান করতে যদি আপোষ,আমার হৃদয়টা যে হত তোমার পদতলের পাপোশ....।

বিএনপি নেতা-কর্মী-সমর্থক-শুভাকাংখীরা তোমাকে চুল পরিমাণ নয়,মহাসমুদ্র পরিমাণ ভালবাসে।

তোমার জন্য তাঁরা খুটে খাওয়া নখের সমান নয় দিগন্ত ছোঁয়া আসমানের সমান আপোষ করতে প্রস্তুত।

কিন্তু জোটের রাজনীতি করতে গেলে একটু আধটু ছাড়তো দিতেই হয়।আর সে কারণেই হয়ত কাউকে না কাউকে বঞ্চিত হতে হয়।

তাছাড়া,দেশমাতা কারাগারে,দেশনায়ক লন্ডনে।এমতাবস্থায় তুমি কী করে বিএনপি ছেড়ে চলে যাবে?

প্লিজ,একবার দয়া করে ভাব এবং ফিরে এসো।

তুমি কখনো পারবে বিএনপি,শহীদ জিয়া,দেশনেত্রী,দেশনায়কের কথা ভুলতে?

পারবে না।

যেমন পারনি অঞ্জনাকে ভুলতে!

কাজেই অভিমান ভুলে ফিরে এসো আপন ঠিকানায়।

বিষয়: বিবিধ

৮০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386231
১০ ডিসেম্বর ২০১৮ সকাল ১০:০৩
হারেছ উদ্দিন লিখেছেন : যে রাজনীতিতে ত্যাগ নাই তা করে কি লাভ!রাজনীতি তো দেশের জন্য,কত বড় নেতারা ত্যাগ করেছেন, এতটুকুতেই এভাবে পদত্যাগ করা উচিৎ হয়নি ফিরে আসা দরকার,
386233
১০ ডিসেম্বর ২০১৮ দুপুর ০৩:২৫
হতভাগা লিখেছেন : এখানেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। মাশরাফির জায়গায় ১৬ জন নেতা মনোনয়ন কিনেছিল। কেন্দ্রের এক কথায় তারা এখন মাশরাফির ছায়াতলে চলে গেছে এবং তাকে সাপোর্ট দিচ্ছে।

বিএনপিতে সবসময়ই সুবিধাবাদিদের আনাগোনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File