প্রসঙ্গ:বিএনপি বিরোধী প্রচারণা বনাম বিএনপি'র নীরবতা।

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ০১ ডিসেম্বর, ২০১৮, ০৯:১৫:০৭ সকাল

নির্বাচনকে সামনে রেখে কয়েকটি টিভি চ্যানেল লাগাতার বিএনপি বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

উদাহরণ স্বরুপ: ৭১ টিভি,DBC,ATN NEWS,সময় টিভি উল্লেখযোগ্য।

এসব চ্যানেলের প্রচারণা দেখে মনে হচ্ছে বিগত ১০ বছর হয়ত বিএনপিই দেশ শাসন করেছে!

অথচ বিগত ১০ বছরে বিএনপি ও তার মিত্রদের ওপর যে পরিমাণ নির্যাতন চালানো হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল।

অথচ সেসব বিষয়ে এসব 'দলকানা' চ্যানেলগুলো একেবারে নীরব।

এমনকি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের ব্যাপারেও চ্যানেলগুলো বোবা হয়ে আছে।

ইলিয়াস আলী গুমের কথাতো এরা হয়ত ভুলেই গেছে।

বিশ্বজিত হত্যাকান্ড,বরিশাল পলিটেকনকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রকাশ্যে কোপাকুপির খবর এখন আর এসব চ্যানেল মনে রাখেনি।

ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগের লাগাতার সন্ত্রাস-দু:শানের কথা আজ আর দলকানা টিভি চ্যানেলগুলো প্রচার করে না।

নাইকো মামলা হয়েছিল দুই নেত্রীর নামে কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় আসার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি শেষ হয়ে যায় কিন্তু খালেদা জিয়ার মামলাটি রেখে দেয়া হয়।এখন সে মামলাটি নিয়ে দলকানা টিভি চ্যানেলগুলো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে তাই অপপ্রচার চালিয়ে যাচ্ছে।নির্বাচন যত ঘনিয়ে আসবে এসব অপপ্রচার তত বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে।

কিন্তু এসব বিষয়ে বিএনপি একেবারেই নীরব।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপি হয়ত এসব মেনে নিচ্ছে।

তাছাড়া দেশপ্রেমিক গণমাধ্যম বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার।

নির্বাচনী তফসীল ঘোষণার পরে অন্তত নির্বাচন কমিশনে গিয়ে এসব গণমাধ্যম খুলে দেয়ার ব্যাপারে আবেদন করা যেত।কারণ এসব গণমাধ্যম আদালতের নির্দেশে বন্ধ নয়।সরকারের নির্দেশে বন্ধ।

এমনকি বিএনপি বা ঐক্যফ্রন্ট এ বিষয়েও একেবারে নীরব।

অচিরেই দৈনিক আমারদেশ,দিগন্ত টিভি,ইসলামিক টিভি,চ্যানেল ওয়ান খুলে দেয়ার দাবী জানানো হোক নির্বাচন কমিশন বরাবর।

এছাড়া,অপপ্রচার রোধে কার্যকর ভূমিকা নেয়ার জন্য বিএনপি বা ঐক্যফ্রন্টকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে।অন্যথায় তাদেরকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে।

বিষয়: বিবিধ

৮৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386209
০১ ডিসেম্বর ২০১৮ দুপুর ০২:২০
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগ যে অপশাসন করেছে সেটার জন্য কোন মিডিয়ার দরকার হবে না । ২০০১ এ এত যোগাযোগ মাধ্যম ছিল না । আসল কথা হল সাইলেন্ট ভোটাররা ভোট দিতে আসবে কি না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File