তাইতো তুমি "মাদার অব ডেমোক্রেসি"।

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ০৮ এপ্রিল, ২০১৮, ০৪:৪৮:৩৩ বিকাল

ঘটনাস্থল হেমায়েত উদ্দিন ঈদগাহ,বরিশাল।

৭ এপ্রিল,২০১৮।বরিশাল বিভাগীয় বিএনপির উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশ চলছে।

প্রশাসনের কূটচালের কারণে অনেকটা বাধ্য হয়েই ঈদগাহ মাঠে জনসভা করতে হয় বিএনপিকে।কিন্তু বিএনপির মত বৃহত রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশের জন্য জায়গাটি মোটেও পর্যাপ্ত নয়।

পড়ন্ত দুপুরের প্রচন্ড খরতাপে জনসভায় আগত আবাল- বৃদ্ধ-বনিতা সবাই ঘর্মান্ত,তৃষ্ণার্ত।কিন্তু ঈদগাহ মাঠে পানি পানের কোন সুব্যবস্থা নেই।

এমনই অবস্থায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য।ঈদগাহ মাঠ লাগোয়া উত্তর পাশের আবাসিক এলাকার ঘর থেকে প্রায় আট-দশজন গৃহিণী বাসার ভেতর থেকে জনসভায় আগত মানুষদের পানি পান করাচ্ছেন।প্রথমে তাঁরা জগ ভর্তি পানি নিয়ে এলেও,পরবর্তীতে কলস ভরে পানি নিয়ে আসেন এসব গৃহিণী।আমি এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে দেখলাম,দেশনেত্রীর মুক্তি কামনায় আগত অচেনা তৃষ্ণার্ত জিয়া সৈনিকদের প্রতি সাধারণ গৃহিণীদের কী অসাধারণ আন্তরিকতা।

এ দৃশ্য দেখে বুঝলাম,কেন ওয়ান ইলেভেনের সময় মঈন উদ্দিন-ফখরুদ্দীনদের শত অত্যাচার,নির্যাতনের পরেও দেশনেত্রী বলেছিলেন, "আমি এ দেশ ছেড়ে কোথাও যাব না।দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই।"

সত্যিই এদেশের মাটি-মানুষের প্রতি দেশনেত্রীর অগাধ ভালবাসা,অপরিমেয় দেশপ্রেম।আর তাই তো তিনি আজ দেশনেত্রী থেকে দেশমাতা।

বরিশালের সাধারণ গৃহিণীরাও হয়ত দেশনেত্রীর দেশপ্রেম আর আপোষহীন নেতৃত্বে মুগ্ধ হয়েই মুক্তিকামী জনতার পানির পিপাসা মিটাতে এগিয়ে এসেছেন নি:সংকোচে,দ্বিধাহীন চিত্তে।

সত্যিই দেশনেত্রী,তোমার প্রতি মানুষের এই অগাধ ভালবাসা থেকেই প্রমাণিত হয়, "তুমিই দেশমাতা।তুমিই গণতন্ত্রের মাতা।তুমিই মাদার অব ডেমোক্রেসি।"

বিষয়: বিবিধ

৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File