বংগভবনে অক্সিজেন বন্ধ করে দেয়ার সেই আলোচিত উক্তি এবং একালের কথা।

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ৩১ জানুয়ারি, ২০১৮, ০৯:৪৫:৩৯ রাত

বর্তমান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বিগত ইয়াজউদ্দিন সরকারের সময় আন্দোলনের এক পর্যায়ে বংগভবনের অক্সিজেন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন।

অথচ আজ সেই কাদের সাহেবের মুখে ভিন্ন সুর,ভিন্ন গান।কারণ একটাই -ক্ষমতা।

তথ্যের জন্য নীচের লিংকে যেতে পারেন।

"২০০৬ সালে ইয়াজউদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের আন্দোলনে ওবায়দুল কাদের সক্রিয় ভূমিকা পালন করেন।ওই আন্দোলনের এক পর্যায়ে তিনি মন্তব্য করেছিলেন, প্রয়োজনে বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেয়া হবে-যা তখন ব্যাপকভাবে আলোচিত হয়।"

তথ্যসূত্র:

https://newsandnumbers.com/nNn/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/11811/?_e_pi_=7%2CPAGE_ID10%2C4696596657

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File