গণমাধ্যম বন্ধ যেন বর্তমান সরকারের নেশা হয়ে গেছে
লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ১৭ জানুয়ারি, ২০১৪, ০৯:০৪:৩১ রাত
বর্তমান সরকার ক্ষমতাসীন হবার পর থেকেই শুরু হয়ে যায় গণমাধ্যম বন্ধ এবং নির্যাতন।যে সমস্ত গণমাধ্যম অপ্রিয় সত্য কথা বলতে বা লিখতে থাকে,সরকার বেছে বেছে সেসব গণমাধ্যম বন্ধ করতে শুরু করে ।এক্ষেত্রে শুধু বন্ধ করেই ক্ষান্ত হচ্ছেনা সরকার,সমানে চলছে বন্ধ মিডিয়ার সাংবাদিক গ্রেফতার ও নির্যাতন।যার জ্বলন্ত প্রমাণ, কারাবন্দী 'মজলুম' সম্পাদক মাহমুদুর রহমান।এছাড়াও দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদকেও জেলে যেতে হয়েছে,বর্তমান 'মিডিয়া বিদ্বেষী' সরকারের আমলে ।
সাগর-রুনি খুনের কথা বলে আর লাভ কী ?স্বরাষ্ট্রমন্ত্রী বদল করেও খুনি শণাক্ত করা যায়নি।
'চ্যানেল ওয়ান' বন্ধের মাধ্যমে বর্তমান সরকার শুরু করে মিডিয়া নির্যাতন।এরপর একে একে বন্ধ হয়ে যায় 'দৈনিক আমার দেশ', 'দিগন্ত','ইসলামিক টিভি'।এখন এ যাত্রায় আরো যুক্ত হলো 'দৈনিক ইনকিলাব'।
সব ক্ষেত্রেই সেই একই যুক্তি-'মিথ্যা খবর' পরিবেশন করা।একই সাথে তথ্যমন্ত্রীর গায়ের জোরের উক্তি-'এসব মিডিয়া বন্ধের সাথে মিডিয়ার স্বাধীনতার কোন সম্পর্ক নেই'।
সরকারের পক্ষে এবং বিএনপি-জামায়াত সহ বিরোধীদলের বিপক্ষে যেসব মিডিয়া যত বেশী বলতে বা লিখতে পারবে,তারা তত বেশী প্রগতিশীল এবং স্বাধীন।সরকার সমর্থক মিডিয়া বা সরকারি দলের লোকজনের মালিকানাধীন মিডিয়া সত্য-মিথ্যা যা খুশি তাই বলতে বা লিখতে পারবে কিন্তু সরকারের কোন সমালোচনা কিংবা তাদের 'প্রভু রাষ্ট্রের' কোন সমালোচনা করার পরিণতি হবে 'মিডিয়া বন্ধ' ,শুরু হয়ে যাবে ঐ মিডিয়ার 'সাংবাদিক নির্যাতন'।
আসলে আওয়ামীলীগ কখনোই সমালোচনা কিংবা পরমতকে সহ্য করতে পারেনা।একদলীয় 'বাকশাল' কিংবা 'নিজস্ব' মতামতের বাইরে কোন গণতান্ত্রিক আচরণ 'আওয়ামী অভিধানে' আছে বলে মনে হয়না।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি ভুল করবেন, আমি ভুল করবো – কিন্তু সিষ্টেম কখনো ভুল করবে না – যদি না ওভাররাইডার ইন্টারফেয়ার করে!
মন্তব্য করতে লগইন করুন