শীঘ্রই চালু করা হোক "গণতন্ত্র মঞ্চ"

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ১৪ জানুয়ারি, ২০১৪, ০১:৫১:১৬ দুপুর

৫জানুয়ারির (ভোটার বিহীন) বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে তথাকথিত 'ঐকমত্যের' সরকার।যা নিয়ে রয়েছে নৈতিক ও সাংবিধানিক বিতর্ক।কিন্তু দেশের প্রায় ৮০ভাগ মানুষ কর্তৃক প্রত্যাখাত এ সরকারে বিরুদ্ধে কী ধরনের আন্দোলন গড়ে তুলবে বিএনপি বা ১৮দলীয় জোট?এটা এখন 'মিলিয়ন ডলার' দামি প্রশ্ন।

একজন সাধারণ মানুষ হিসেবে এক্ষেত্রে আমার মতামত হচ্ছে,বিতর্কিত দশম সংসদের প্রথম অধিবেশনের দিন থেকেই ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করা।অধিবেশন চলাকালীন সময়ে সংসদ ভবন ঘেরাও,সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও,বিরোধীদলীয় নেতা ও স্পীকারকে কেন্দ্র করেও কর্মসূচী দেয়া যেতে পারে।সর্বোপরি নয়াপল্টনে 'গণতন্ত্র মঞ্চ' করে, প্রতিনিয়ত গণজমায়েতের মাধ্যমে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া এবং কেয়ারটেকার সরকার প্রথা পুনরায় চালুর মাধ্যমে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।উল্লেখিত আন্দোলনে যদি সরকারের টনক না নড়ে,সেক্ষেত্রে হরতাল বা অবরোধের মত কঠোর কর্মসূচীও দেয়া যেতে পারে।

সর্বোপরি জনগণের আকাংখার সাথে সংগতি রেখে,সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়া এবং বেগবান করার জন্য যতশীঘ্র সম্ভব নয়াপল্টনে এবং সারা বাংলাদেশে চালু করা হোক 'গণতন্ত্র মঞ্চ' ।

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162392
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
লোকমান লিখেছেন : আর কবে হবে?
162398
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৫
হতভাগা লিখেছেন : আমেরিকাও সমর্থন দিয়ে দিয়েছে । বাঁশ খাবার জন্য রেডি হোন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File