দশম সংসদের(ভোটার বিহীন নির্বাচনে)নির্বাচিতদের শপথ গ্রহণ প্রসংগ
লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ০৮ জানুয়ারি, ২০১৪, ০৮:৫০:০১ রাত
বর্তমান নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৪জানুয়ারী।আর সে হিসেবে,আগামী ২৪জানুয়ারীর আগে দশম সংসদের (ভোটার বিহীন নির্বাচনে নির্বাচিত)সদস্যগণ শপথ নিতে পারেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।
কারণ সংবিধানের অনুচ্ছেদ ১২৩এর ৩(খ) অনুযায়ী এটা অসম্ভব বলেই মনে হচ্ছে ।তাছাড়া বর্তমানে অনেক সদস্য রয়েছেন,যারা নবম এবং দশম উভয় সংসদেরই সদস্য হিসেবে নির্বাচিত| সেক্ষেত্রে একজন নির্বাচিত এমপি যিনি ইতোপূর্বে শপথ নিয়েছেন,একই পদে তিনি কীভাবে আবারো শপথ নিবেন।আর নিলেও সেটা কতটা সংবিধান সম্মত?কারণ আমাদের সংবিধানে একই পদে একই ব্যক্তির দুইবার শপথ নেয়ার কোন বিধান নেই।তাছাড়া একজন নির্বাচিত ব্যক্তি কেনইবা দুইবার(একই পদের জন্য)শপথ নিতে যাবেন?আবার আইন প্রণেতারাই যদি আইন বা সংবিধান না মানেন,তবে সেটা কী গোটা জাতির জন্য কলংকজনক নয়?
উদ্ভূত এই পরিস্তিতিতে সরকারের উচিত সুপ্রীম কোর্টে রেফারেন্স চাওয়ার মাধ্যমে পুরো বিষয়টির নিষ্পত্তি করা।
অবশ্য ভোটার বিহীন নির্বাচনে নির্বাচিতদের কাছে সংবিধান বা আইনের কোন গুরুত্ব আছে বলে মনে হয়না।
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন