বিস্ফোরণ পূর্বাভাস

লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান সুজন ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৮:২৩ রাত



যতই বলুক সুশীল সমাজ প্রেমে কোন দোষ নাই।

বউয়ের পুরান বিএফ দেখলে হাতটা কেন মোচড়ায়?

বোনকে দেখলে প্রেমিক নিয়ে পার্কে কিংবা চিপায়

তখন কেন আঘাত লাগে তোমার জাতের মর্যাদায়।

বলছে নারী স্বাধীন দেহ খুশী আমার যার সাথে

স্বামীর উপপত্নী দেখলে ইচ্ছে জাগে চাপড়াতে।

আমি ভাই যা খুশী করি বউটা যেন ঠিক থাকে

নইলে আছাড় মারব রে এক ভয় আমি পাই কে কাকে?

বিধানবিধির ছিদ্র দিয়ে আমি ঢুকলে পাপ নাই

আটকিয়ে কেউ ধরা খেলে বলছি গেল সমাজটাই।

বিয়ের আগে লিভ টুগেদার আধুনিকতার দুয়ারে

প্রগতিশীল নাচছে দেখ উন্নয়নের জোয়ারে।

জানু সোনা লাপাত্তা দেয় ছবি ওঠে পত্রিকায়

রসিক প্রেমিক পাল্টে গিয়ে ধর্ষক খাতায় নাম লেখায়।

মনে মনে সবাই জানে বলতে গেলে মৌলবি

হুদাই কেন গালি খাবি সয়ে গেছিস স' সবি।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178041
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : হাহাহা দারুণ ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
131737
হাবিবুর রহমান সুজন লিখেছেন : অনেক ধন্যবাদ
178070
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১২
হতভাগা লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
131736
হাবিবুর রহমান সুজন লিখেছেন : অনেক ধন্যবাদ
178075
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৫
131735
হাবিবুর রহমান সুজন লিখেছেন : অনেক ধন্যবাদ
178106
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৩
নূর আল আমিন লিখেছেন : হাহাহাহাহা অসাধারণ সত্য
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৪
131734
হাবিবুর রহমান সুজন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File