অনামিকা অহনা

লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান সুজন ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৪:৪১ বিকাল



স্বপ্নপূজ্য নামটি অনামিকা অহনা

নিত্য স্বপ্নে সে শিহরণ জাগায় মনে

শরীর ছুটে চলে ভীষণ আকর্ষণে।

ভ্রমর কৃষ্ণ কেশধারী স্বর্ণ বরনা

মধুতে মাখানো কণ্ঠে বানীর ঝরনা,

পুস্প সদৃশ মুখ লজ্জার আবরনে

যেন হুর ঢাকা থাকে হীরক বসনে

চিত্ত অস্থির মোর তাই ধৈর্য সয়না।

আচমকা কেটে যায় বিরস উল্লাস

স্পর্শে বিদ্যুত প্রকম্পনে জাগি সহসা

অন্ধকারে হাতরিয়ে- ফিরি শূন্য হাতে

হারাই আবেশ আমি মলিন প্রভাতে

দেখিনি কখনও তার বাস্তব দশা

মোর কল্পনায় তার নিত্য বসবাস।

মিলবিন্যাসঃ কখখককখখক গঙচচঙগ

বিষয়: সাহিত্য

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File