আপনার নামে আমার সালাম (মাহমুদুর রহমান, প্রিয়বরেষু)
লিখেছেন লিখেছেন হিমায়িত হিন্দোল ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫৭:১৭ দুপুর
আল মাহমুদের কবিতা
আমার নামও তো মাহমুদই বটে
জীবনের তটে
আমিও বৃক্ষ
কিংবা প্রাচীন গাছের মতোই
ডালপালা মেলে দূর নিরীক্ষ-
হয়ে আছি এই জীবন নদীর পাড়ের বনে
সংগোপনে।
আমি মাহমুদ, কী যে অদ্ভুত স্বপ্নের কবি
হাওয়ায় আঁকছি নিজের ছবি!
কাজ তো আমার আলো ও আঁধার পটের ওপর
দাগ কেটে যাওয়া হাওয়ার ভেতর
কাঁপি থরথর ডালপালা মেলে।
শুনছি এখানে আপনার নাম
আমার সালাম
আপনাকে দিই;
আপনার কাজ আপনি করুন
-জগতের মাঝে-
আপনার নামে হোক জয়গান
সতেজ সমান
আপনি তরুণ
ঊষার অরুণ।
আমি কেউ নই, মানুষের স্নেহ-দয়ামায়া ছাড়া।
লোকে বলে নাম
আমার নামেই আসে আহবান।
ডাক শুনে আমি রাস্তায় নেমে
বলছি- 'দেখুন
এই যে আমি স্বপ্নের পর সাজিয়ে স্বপ্ন
কল্পলোকের আভাস এনেছি
এও তো স্বপ্ন!'
আমি খেলা করি আলো-ছায়া নিয়ে
একহাতে মায়া, একহাতে ছায়া
যেন রহস্য চলছে দুপাশে
আমি মাঝখানে
আমার নামটি আছে জয়গানে
কার আহবানে?
আমি তো হাজির
জীবন নদীর পরাণ মাঝির
হাওয়ায় নৌকা ভাসিয়ে দিয়েছি-
যাক ভেসে যাক, ঢেউয়ে দোল খাক
এ আমার নাও
যাচ্ছে কোথায়? আমি যেতে চাই
সে সোনারগাঁও-
যেখানে আপনি আছেন দাঁড়িয়ে আপন নিবাসে।
লোকে ভালোবাসে
আপনার নাম
আপনার নামে আমার সালাম।
বিষয়: সাহিত্য
১৩৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর প্রচারনা হওয়া দরকার।
মন্তব্য করতে লগইন করুন