একটি গোলাপ কিনবো বলে

লিখেছেন লিখেছেন হিমায়িত হিন্দোল ০৯ জানুয়ারি, ২০১৪, ০৪:১৩:৪৩ বিকাল

একটি গোলাপ কিনবো বলে প্রতিক্ষা আমার

নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সিগ্ধময়ি, তরতাজা, চিত্তহারা ঘ্রাণময়

একটি ফুল

যার জন্য তারুণ্যের গোড়াতেই ব্যকুল হয়েছি আমি

যাকে পাবার জন্য কতো শত আয়োজন

কতো প্রতিক্ষা, কতো প্রেরণা, কতো স্মৃতি

যে গোলাপটির জন্ম হয়েছে আমার জন্য

যে ফুলটির অস্তিত্বকে আমি নিজের সাথে একাকার করে নেব

যে পাপড়ির প্রতিটি রেনু আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নেব

যে ফুলের ভালবাসার নিবির ছোঁয়া আমাকে ব্যকুল করে দেবে

সেই গোলাপ আনবো বলে প্রতিক্ষা আমার

কিন্তু ফুলের বাগানগুলো আজ বড়ই অচেনা

অযত্নে অবহেলায় প্রতিটি ফুলেল বাগানে আজ হুতুম প্যাঁচার বাসা

প্রতিটি ফুল আজ বড়ই শঙ্কাগ্রস্থ

প্রতিজন মালি আজ বড়ই দিশেহারা

ফুলগুলো আজ ঝড়ে পড়ছে অপাত্রে

ফুলগুলো আজ হারিয়ে ফেলছে তাদের নিজস্ব ঘ্রাণ

নিজস্ব সম্পদ. সম্ভম, মর্যাদা আর স্বকীয়তা

আমি বড়ই অবাক আর হতাশ আজ ফুলের বাগানে এসে

আমি কাকে নেব? যাকে চাই তাকে কী আমি পুরোপুরি পাব?

আমার হৃদয়ের ফুলের ব্যকুলতা কি পূরণ হবে কখনো?

আমার চিরচেনা সেই ফুল কী তার সকল স্বকীয়তা নিয়ে

আজ একটিও অবশিষ্ট আছে?

নাকি অবিশ্বাস আর প্রতারণা আজ ফুলকেও স্পর্শ করেছে?

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160757
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫১
শিশির ভেজা ভোর লিখেছেন : একটি গোলাপ কিনবো বলে প্রতিক্ষা আমার
নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সিগ্ধময়ি, তরতাজা, চিত্তহারা ঘ্রাণময়

অসাম হয়েছে ভাই অসাম
160772
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৫
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File