দুষ্টুমি
লিখেছেন লিখেছেন হিমায়িত হিন্দোল ০৬ জানুয়ারি, ২০১৪, ০৩:৫৩:০৯ দুপুর
দুষ্টুমির রকম ভেদ আমার আছে জানা
শিশু-কিশোর, আবাল-বুড়া কারোই নাই মানা
এই কাজেতে সবাই সমান ক্রেডিট নিতে চায়
সময় সুযোগ পেলেই তবে সবাই মিলে ধায়
দুষ্টুমির অনেক রূপ এই দুনিয়ায় আছে
কোনোটাতে সরলতা, ঠাট্টা, হাসি মাঝে,
এর বিপরীত কুটিলতা দুষ্টুমিতেও আছে
স্থান-কাল-পাত্র ভেদে এর প্রয়োগ আছে।
দুষ্টুমিটা বেশ পুরানো উচ্ছলতার স্বরুপ
এর দ্বারা মন ও প্রাণ প্রফুল্লতায় ভরুক
কখনো যেন মান হানিতে দুষ্টুমি না করি
তবে কিন্তু অপ-প্রয়োগ হয়ে যাবে ভারী।
দুষ্টুমি আর নষ্টামি সমান্তরাল নয়
দুষ্টুমি আর ভন্ডামিও এক কথা নয়
শিষ্টাচারের মাঝেই যেন দুষ্টুমিটা হয়
তবেই সেটা কল্যাণকর-মঙ্গলময় রয়।
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন