আহ! কত ভাল আছি!!
লিখেছেন লিখেছেন হিমায়িত হিন্দোল ১৬ ডিসেম্বর, ২০১৩, ১০:০০:২৫ রাত
আমাদের আছে ১৬/১২ (ষোল বাই বার)
বিজয়ের স্বাদ আছে কি? বলতে পারো?
আমাদের আছে ২৬/৩ (ছাব্বিশ বাই তিন)
স্বাধিনতার অর্থটা বলে দিন!
আমাদের আছে ২১/২ (একুশ বাই দুই)
ভাষা রক্ষা ও চর্চাটা আজ কই?
আমাদের আছে লালসবুজের পতাকা
আছে কি কোন সিদ্ধান্তের ক্ষমতা?
আমাদের আছে জমি একখন্ড
তাও আবার কাটা তারে বন্ধ;
আমাদের আছে খাল-বিল নদী-নালা
যাবে কি তাতে এতটুকু জল পাওয়া?
সব কেড়ে নিল ঐ শকুনের দল
ধন-মান তোরা কে কতটা দিবি বল?
কারোই নাই ভ্রুক্ষেপ মোটে আজ
দেশ যায় যাক, সবাই যে দলবাজ।
চামচামী আর দালালীতে মোরা সেরা
সবার আগে নিজের পকেট ভরা।
বিষয়: সাহিত্য
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন