ক্রসফায়ার এখন থেকে বন্দুকযুদ্ধ । আজকে আবার দুজন নিহত ।
লিখেছেন লিখেছেন রসিক হাকিম ২৫ জানুয়ারি, ২০১৫, ০২:৩২:১৬ দুপুর
রাজধানীতে মাত্র পাঁচদিনের ব্যবধানে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আরো দু'জন নিহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর হাসপাতালে ওই দু'জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, রাতে র্যাব-৩ এর সদস্যদের সঙ্গে ওই দু’ব্যক্তির বন্দুকযুদ্ধ হয়। এরপর র্যাব পুলিশকে জানালে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর আনুমানিক ভোর ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন ।
এর আগে গত ২০ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে জনি।
এ নিয়ে বিএনপি জোটের টানা অবরোধ কর্মসূচি চলাকালে ছয়জনই কথিত বন্দুকযুদ্ধে নিহত হলেন। এরমধ্যে গত ২৩ জানুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন লক্ষ্মীপুরের সাবেক ছাত্রদল নেতা সোলাইমান উদ্দিন জিসান।
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন