ঠান্ডা মাথায় র্যাব খুন করে জাতীয়তাবাদী বীরকে জিসানকে ।
লিখেছেন লিখেছেন রসিক হাকিম ২৩ জানুয়ারি, ২০১৫, ০৪:৫৪:৪৫ বিকাল
সোলোমান উদ্দিন জিসান একজন বিপ্লবীর নাম , একজন সাহসী যুবার নাম । তাহের , তার ছেলে বিপ্লব এবং কাশেম জিহাদির অত্যাচারে যখন নোয়াখালী , লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের নাভিশ্বাস ঠিক তখনি এই যুবার আবির্ভাব লক্ষীপুর সদরের ১০ নম্বর চনদ্রগন্জ ইউনিয়ন এর লতিফপুর গ্রামে ।
জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের নয়নের ম্নি হয়ে উঠেছিল একদিকে অন্যদিকে মূর্তিমান আতঙ্ক ছিল কুত্তালিগের জন্য । একের পর এক মামলা এবং হামলায় অতিষ্ঠ হয়ে পাড়ি জমান সৌদি আরবে , কিন্তু দেশ প্রেম এবং জাতীয়তাবাদী দল(বিএনপি) এর নেতৃত্ব দেওয়ার মানশে আবার ফিরে আসা দেশে ।
জিসান এসেছে ফিরে খবর পৌঁছে তাহের গং দের কাছে , রাতের আঁধারে তার বাড়িতে আক্রম করে , ভেঙ্গে দেয় তার ঘর বাড়ী , তার মাকে করে নাজেহাল । প্রতিশোধের আগুন জ্বলে উঠে । শুরু তাঁদের দাঁত ভাঙ্গা জবাব দিবে । জাতীয়তাবাদী দল(বিএনপি) কর্মী সমর্থকরা ফিরে ফেল সাহস , জীবনের ছন্দ ।
বৃহস্পতিবার রাতে র্যাব-১১ চন্দ্রগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জিসানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এরপর কুমিল্লার দাউদকান্দিতে ভোরে তার লাশ পাওয়া যায়।
যদিওবা পুলিশের ভাষ্য রাত তিনটার দিকে মোটরসাইকেলে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল জিসান। এসময় র্যাব-১১ এর সদস্যরা তাকে থামার জন্যে সঙ্কেত দেন। কিন্তু জিসান সঙ্কেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র্যাবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জিসান।
পতন হল আরেকজন জাতীয়তাবাদী তারকা , লিজেন্ড । যারা স্বল্প সময়ে জয় করেছিল অনেকের হৃদয় । ঠান্ডা মাথায় র্যাব খুন করে এই জাতীয়তাবাদী বীরকে । সব হত্যার বিচার হবে একদিন এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ্ ।
মহান আল্লাহ্র দরবারে বিপ্লবী সাহসী যুবার বেদেহী আত্মার মাগফেরাত কামনা করি।আল্লাহ ওর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করুক আমিন!
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আরে ধাৎ, নিয়তে জেহাদ নিয়ে পাকি তালেবানরা কি করছে??মন্তব্য করতে লগইন করুন