মোদির মদদে যারা গদির স্বপ্নে উম্মাদ তারা দেশ ও ইসলামের শত্রু
লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ২৮ মে, ২০১৪, ০৮:৫১:০৯ সকাল
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।এদেশের জনসংখ্যার ৯২% মুসলমান।এদেশ মুসলাম নামধারীদের শাসনাধীন।১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যেমে এদেশ স্বাধীনতা অর্জন করেছে।পেয়েছে স্বয়ংকীয়ভাবে চলার অধিকার।স্বাধীনতা যুদ্ধে পাশবর্তী রাষ্ট্র ভারত আমাদের সহযোগিতা করলেও সে সহযোগিতা ছিল স্বার্থপরতা।স্বাধীনতা যুদ্ধে অনেক লাভের হিস্যা নিতে ভারত আমাদের সহযোগিতা করেছিল।এবং ছিল নিজের প্রবল শত্রু পাকিস্তানকে দুর্বল করার মোক্ষম সুযোগ।পাশাপাশি ছিল বাংলাদেশকে চির গোলাম বানিয়ে রাখার প্রবল ইচ্ছা।ভারত এতে শতভাগ সাকসেস।পাকিস্তান বাংলাদেশ বিবক্ত হলো।ভারতের একমাত্র শত্রু পাকিস্তান দুর্বল হয় গেল,পাকিস্তানের বাংলাদেশে রেখে যাওয়া যুদ্ধাস্ত্রগুলো ভারত লুপে নিল।জোর পুর্বক বাংলাদেশের জায়গার অনেকাংশ নিজেদের করে নিল।পারাক্কা,তিস্তা এবং টিপাই বাধের মাধ্যমে চালালো পানি আগ্রাসন,বাংলাদেশের বিদ্যুত আলফা ব্যবহার করছে তাদের বর্ডার খুটিতে।উপহার দিচ্ছে প্রতিনিয়ত অনেক নিরীহ বাঙ্গালী নাগরিকের লাশ।চাল্লাচ্ছে সমাজবিধংসী মাধক ব্যবসার মহা উতসব।লুপে নিচ্ছে সার্থপরি সব বানিজ্যিক চুক্তি।এবং রেখেছে এদেশকে গোলামীর জিন্জিরে বন্দি।তাইতো ভারতের হকুমে এদেশের শাসকনামের শোষকগোষ্ঠি সদা উঠবস করে।সুতারাং ভারত কখনোই বাংলাদেশের বন্দু নয়।পৃথিবীর মানচিত্রে এদেশের সবচেয়ে বড দুশমন ভারত।কংগ্রেস আর বিজেপি কোন তফাত নয়।বরং ভারতি এবং বাংলাদেশ এটাই তফাত।কোন ভারতী সে চাই কংগ্রেস হোক চাই বিজেপি কখনো চাইবেনা যে বাংলাদেশের একটু উপকার হোক,বাংলাদেশের স্বার্থ একটু প্রধান্য পাক,বাংলাদেশের উপর একটু আগ্রাসী ভুমিকা কম চালাই।এবং বাংলাদেশ থেকে চলমান স্বার্থ উদ্ধারের পথ গুলো ছেডে দেই।কাজেই এই ক্ষেত্রে বিজেপি-কংগ্রেস কোন প্যক্টর নয়,আর বাংলাদেশ চলবে বাংলাদেশের ধারায়। এদেশের গদিতে কে বসবে এবং গদি থেকে কে নামবে তা নির্ধারন করবে এদেশের নাগরিকরা।এটাই স্বাধীনতার অধিকার,এদেশ ভারতের অঙ্গরাজ্য নয়,যে ভারতের মাধ্যেমে এদেশের গদির পুতুল নির্ধারন হবে।সুতারাং স্পস্ট হল যারা কংগ্রেস এবং বিজেপির
মদদে এদেশের ক্ষমতায় থাকতে চায় বিশেষকরে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর তার মদদে গদিতে যেতে এবং নিজের গদি টিকিয়ে রাখতে অভিনন্দনের সিরিয়ালে প্রতিযোগিতা দিয়েছিল তাদের কেউ এদেশের প্রকৃত নাগরিক নয়,এরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন,এবং এরাই প্রকৃত রাজাকার।পাশাপাশি প্রচন্ড হিন্দুবাদী দল বিজেপিনেতা মোদিকে অভিনন্দন জানানো ইসলামের সাথেও গাদ্দারী,যে মোদি গুজরাটের মুক্ষ্যমন্ত্রী থাকাকালীন সময়ে গুজরাটে সাম্পদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে ২ হাজার মুসলমানের লাশ ফেলেছিল।যে মোদি চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে হাজারো নিরিহ মুসলিম যাত্রীদের পুডিয়ে দিয়েছিল,যে মোদি নির্বাচনী ইশতেহারে বাবরী মসজিদের স্থানে মন্দির স্থাপনের ঘোষনা দিয়েছিল,যে মোদিদের হাত রন্জিত হয় মুসলিম উলামা তুলাবার রক্তে।তাকে অভিনন্দন জানানো কিছুতেই একটি ইসলামী দলের কাজ হতে পারেনা,বরং এটাই ইসলামের সাথে চরম শত্রুতার দৃষ্টান্ত।পরিশেষে দেশপ্রমীদের প্রতি আহবান জানাবো আসুন আমরা কংগ্রেস ও বিজেপি প্রেমীদের খেদিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামিয়াতের পক্ষে অবস্থান নেই,আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দিন।আমিন
বিষয়: রাজনীতি
১৩১১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন