কালো বিডালের শুদ্ধি আন্দোলন
লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ২৭ মে, ২০১৪, ১১:৪৩:১৮ সকাল
সম্প্রতি শুদ্ধি আন্দোলনে নেমেছেন কালো বিডাল সাদা করতে গিয়ে নিজেই কালো বিডাল বনে যাওয়া আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরন্জিত সেনগুপ্ত।কথায় আছে ময়লা দিয়ে ময়লা ধুইলে ময়লা যায়না বরং এতে ময়লা আরো বাডে তেমনি কালো বিডালের শুদ্ধি আন্দোলনটাও কিছুতেই ফলফ্রসু হবেনা এটাই বাস্তবতা। ৫ দশকের রাজনীতির ফসল হিসেবে রলমন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছিলেন।রেলমন্ত্রনালয়ের অতিতের দূর্নীতির সব কালোদাগ মুছা,এবং রেলের কালো বিডাল খোজার মিশনে নামার আশাবাদ ব্যক্ত করেন। অবশেষে ৫ দশকের অর্জন ৫ মাসে বিসর্জন দিতে হলো।চরম দুর্নীতি,চাকুরি বানিজ্য এবং দুর্নীতির টাকাবাহী গাডি সহ এপিএস এর ধরা খাওয়ার পেক্ষিতে রেলের দূর্নীতিতে অতিতের সব রেকর্ড ভাঙ্গার সার্টিকেট পেলেন।মাত্র ৫ মাস পুর্বে যে কালো বিডাল খোজার মিশনের নামার কথা বলেছিলেন অবশেষে তিনি নিজেই কালো বিডাল বনে গেলেন।কিন্তু এরপরো তার পুরনো চরিত্রে কোন পরিবর্তন আসেনি।আগে যেমন নিজ দলসহ সকল নেতা -নেত্রী এবং মন্ত্রি এমপিদেরকের বকনি ঝাকনি করতেন এখনো তার সেই অভ্যাস রয়ে গেলো।কথায় আছে বেহায়াকে ঝাডা মারলে ঝাডার মান যায় বেহায়ার মান যায়না এই ক্ষেত্র বাস্তব প্রসুত হলো।জনতার কালো বিডাল বিরুধী উক্তি এবং ধিক্কারের বানীগুলো এই বেহায়ার কাছে গিয়ে অনেকটা অপমানিত হলো।সবশেষে গতকাল আবার এই দেশখ্যাত কালো বিডাল দূর্নীতি বিরুধি হাক ছুডলেন।
আওয়ামীদের চলমান ঘুম-খুন,দুর্নীতি দুঃশাসনের ধামাচাপা দেয়া এবং ঘুম-খুন,দুর্নীতি দুঃশাসনের কালো দাগ থেকে আওয়ামীলিগকে পরিস্কার করতে গিয়ে গতকাল সোমবার রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এই বেহায়ানেতা বলেন যে,দূর্নীতিবাজ ও উচ্ছৃংখল গুটিকয়েক নেতার দায় দল নিতে পারেনা।এদের কোন রকম অপরাধ সহ্য করা হবেনা।দলের মধ্যে এসব উচ্ছৃংখলতা কাটিয়ে আমাদেরকে সুস্থ রাজনীতিতে ফিরে আসতে হবে।তাহলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।কালো বিডালের শুদ্ধি আন্দোলনের এই ভাষাগুলো চমকপ্রদ মনে হলেও এর কোন বেলু নাই।কারন তার দূর্নীতি ও উচ্ছৃংখলতার দায়বার দল নিয়েছিল।খোদ প্রধানমন্ত্রী মেডাম হাসিনা নিজেই কালো বিডালের গায়ে সাদা রং মেখে তাকে দপ্তরবিহিন খামাখা মন্ত্রী বানিয়েছিলেন।তাই আপাতত এই শুদ্ধি আন্দোলনকে মিউ মিউ ছাডা আর কিছু বলতে পারছিনা।গুড বাই।শাসন ব্যবস্থার যে দুর্ঘতি।মাছ নয় মাছের ঝুটা কাটাও চুরি হয়ে যায়।তাই তুমি কালো বিডাল শত মিউ মিউ করলেও কাটা দিতে পারবোনা।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন