চলমান খুন,গুমের জন্যে এদেশের প্রচলিত নষ্ট-ভ্রষ্ট সংবিধানই দায়ী

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ২৭ মে, ২০১৪, ০৫:৩২:২০ সকাল

মানুষ সামাজিক জীব,সমাজবদ্ধ জিবনের সকল চাওয়া-পাওয়া,সমস্যার সমাধানে সুস্পষ্ট ও সফল আইন ও নীতিমালার কোন বিকল্প নেই,আর এক্ষেত্রে মহান প্রভুর নাজিলকৃত আল কুরআনই একমাত্র মাধ্যম,আল কুরআনে চলমান খুন গুম বন্দের সুষ্ঠ ও সফল প্রেসকিপসন রয়ছে,মহান প্রভু পবিত্র কুরআনের সুরায়ে বাকারার ১৭৮ নং আয়াতে ইরশাদ করেন"হে ইমানদারগন তোমাদের জন্যে (অন্যায়)

হত্যার মধ্যে কিসাসকে ফরজ করা হয়ছে"পরবর্তী আয়াতে ইরশাদ করেন" এবং তোমাদের জন্যে কিসাসের মধ্যে হায়াত রয়ছে" মহান প্রভুর সংবিধানই পারে এই খুন গুমের অবসান ঘটাতে,কারন আল্লাহ তায়ালার আইনে অন্যায়্ভাবে হত্যাকারীকে হত্যাকৃত ব্যক্তির কিসাস হিসেবে হত্যা করার আইন আছে,আর এই কিসাসের বিধান বাস্তবায়িত হলে অন্যায় হত্যার ঘটনা নিমিষেই বন্দ হয় যাবে,তাইতো আল্লাহ তায়ালা কিসাসের মাঝে জিবনের কথা বলেছেন,আজকের বাংলাদেশে মহান প্রভুর এই শান্তিময় সফল আইন বাস্তবায়িত না থাকায় খুন-গুম দিনদিন মহামারীর আকার ধারন করছে,এমনকি পথভ্রষ্ট সমাজতন্ত্র,গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদীদের গান্দা নীতেতে রচিত বাংলাদেশের এই ভ্রষ্ট সংবিধানই খুন-গুমের নায়কদের লালন করছে, কারন এই সংবিধানের বিচার ব্যবস্থার কোন দ্রুততা নেই,এই বিচারব্যবস্থায় অপরাধ অনুপাতে শাস্তি নেই,নেই সুস্ঠ তদন্ত,বরং এখানে আছে ঘুষের সরগরম ব্যবস্থা,এবং অপরাধীদের কিং বানানোর কৌশল,যেই কারনে হাজার খুনের খুনীরাও আয়েশে জেল খানায় জিবন-যাপন করে,জেলখানায় বসে হোটেল সেরাটনের পোলাও-কোরমার গেষ্ট হয়,হাজারো শ্রমজীবী মানুষের রক্তপিপাসু রাক্ষুস সোহেল রানাই যার জলন্ত্র প্রমান,এই সংবিধান খুনের লিডারকেরকে মত্রী এমপি বানায়,এই সংবিধানে খুনের গডপাদাররাই বিচারক হয়, হাইকোর্টের বিচারপতি সন্ত্রাস খাইরুল হক যার উত্তম নজির।কাজেই চলমান খুন,গুমের জন্যে এদেশের প্রচলিত নষ্ট-ভ্রষ্ট সংবিধানই দায়ী,খুন-গুমের অবসান ঘটাতে এই ভ্রষ্ট সংবিধানের কবর রচনা করে ইসলামী সংবাধান প্রতিষ্ঠার কোন বিকল্প নেই,আর এই ইসলামী সংবিধান প্রতিষ্ঠার জন্যেই ইসলামী আন্দোলন তথা জিহাদের প্রয়োজনীয়তা,তাই আমরা যারা খুন-গুমের অবসান চাই আর উল্টো শ্রোতে না ভেসে,জয় বাংলা-জয় খালেদার শ্লোগান না দিয়ে এবার ইসলামী বিপ্লবের শপথ নিয়ে ইসলামী আন্দোলনে শরিক হয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ এর ঐসী হুকুম পালন করি,আল্লাহ আমাদের সকলকে তাওফিক দিন,এই খুন-গুমের মহামারি থেকে আমাদের মুক্তি দিন,আমিন

বিষয়: রাজনীতি

১২৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226848
২৭ মে ২০১৪ সকাল ০৫:৫২
আমীর আজম লিখেছেন : পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File