একরাম হত্যাকান্ড বিলাসী সিনেমার বিদায়ী টা'টা

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ২৬ মে, ২০১৪, ০৬:১৯:০৬ সকাল

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকান্ড আওয়ামীদের ঘরোয়া ব্যপার।তাই বিষয়টি নিয়ে কোন কথা বলার আদৌ প্রয়োজন বোধ করছিনা,তবে হ্যা আওয়ামীদের কিছু পাগলামী মোটেই সহ্য হওয়ার নয়।বর্তমানে সারাদেশ খুনের নলকুপে পরিনত হয়ছে।নারায়নগন্জের সেভেন মার্ডার একটি আলোচিত অধ্যায়।খুনের শিকাররা আওয়ামী পরিবারের হলেও খুনের চ্যন্চল্যতা ও নির্মম-অমানুষিক চিত্রের ধরুন দেশের প্রায় সব মানুষই এসব খুনের ধরুন ব্যথিত হওয়ার পাশাপাশি খুনের কিলারদের দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করছে।অথচ আওয়ামীরা এখানেও চতুর্মুখী রুপ ধারন করছে।খুনের মিশন সম্পন্ন হওয়ার পর বিরুধী মতালম্বীদের উপর দোষ চাপানো এবং নিজ দলের খুনিরা ফেসে যাওয়ায় খুনীদের বাচাতে নিজ নেতা ও মন্ত্রীদের উক্তি এবং কার্যক্রম খুবই আশ্চর্যের।নারায়নগন্জে সেভেন মার্ডার হলো।ম্যডাম হাসিনা ভাবলেন খুনীদের দুরদর্শিতায় বিরুধী মতালম্বীদের ফাসিয়ে দেয়া যাবে,তাই তিনি হাক ছুডলেন"সাতখুনের আসামীরা কিছুতেই বাচতে পারবেনা।কিন্তু যখনই দরদর্শী সোনার ছেলেদের টাইটেলে "অ" যুক্ত হয়ে গ্রেপ্তারের ফিরিস্তিতে নাম চলে এলো তখনই মুখ লুকালেন মেডাম হাসিনা।এবার মুখ খুললেন আওয়ামী পরিবারের আরেক অভিবাবক আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশ্রাফ সাহেব।তিনি নারায়নগন্জের ঘটনাকে মিডিয়াকর্মী এবং সর্বসাধারনের ঘুম শব্দে সন্বোধনের তিরস্কারের পাশাপাশি এসব সাধারন ঘটনাকে ঘুম শব্দে সন্বোধনের বিপরিতে নিখোজ শব্দে সন্বোধনের পরামর্শ দেন।শিতলক্ষায় ভাষমান লাশগুলো নাকি নিখোজ?হায় আপসোস নারায়নগন্জের বিশ্ব আতংকিত সেভেন মার্ডার আওয়ামী হায়েনা পরিবারের কাছে নাকি সাধারন ঘটনা? তাই এখানে তেমন বিচার-টিচারের দরকার নেই,বাস্তবেও তাই হচ্ছে।খুনের সব তদন্ত পরিষ্কার হওয়ার পরও খুনের গডপাদাররা ধরা-ছোয়ার বাইরে,তেমনি ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকান্ডের ঘটনাও।একরাম হত্যার কিছুক্ষনের মধ্যেই হাসিনা মেডাম বিরোধী মতালম্বীদের দোষারোপ করে খুনীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানালেও বাস্তব খুনীরা চিন্নিত হওয়ার পরই বন্দ হয়ে যায় এই দাবীর সুর।কয়েকজন খুনীকে গ্রেপ্তার করা হলেও মুল নায়করা ধরা-ছোয়ার বাইরে।এখন আমি অপেক্ষায় আছি আশ্রাফ সাহেবের ভাষনের।তিনি কখন বলবেন যে,একরাম হত্যাকান্ড বিলাসী সিনেমার বিদায়ী টা'টা।তার মানে ফেনীর বিলাসী সিনেমায় মানুষ অনেক দিন থেকে সিনেমা দেখে আসছে তো।এখন সেই সিনেমা হলটা মালিকরা ভেঙ্গে ফেলতেছে।সিনেমা হলটি বিদায় মহুর্তে তার দর্শকদের একটা সুন্দর ও আকর্ষনীয় হিটের চুটিংয়ের মাধ্যমে টা'টা জানাচ্ছে-আর কি?।একে এতো কিছু ভাবার কি আছে?হায় আপসোস।আল্লাহ আমাদেরকে এই খুনী পরিবার থেকে মুক্তি দাও,মুক্তি দাও তাগুতী শাসনব্যবস্থা ও তাগুতী শাসকদের হাত থেকে,আমিন

বিষয়: রাজনীতি

১২৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226324
২৬ মে ২০১৪ সকাল ১০:২০
ভালো পোলা লিখেছেন : ।আল্লাহ
আমাদেরকে এই খুনী পরিবার
থেকে মুক্তি দাও,মুক্তি দাও
তাগুতী শাসনব্যবস্থা ও
তাগুতী শাসকদের হাত
থেকে,আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File