জামায়াতীরা মিথ্যুক

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ১৮ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৮:১৫ সন্ধ্যা

এম ওয়ে কোম্পানীর মাধ্যমে টাকা আত্নসাতকারী রেদোয়ান বিন ইসহাক জামায়াতের সক্রিয় কর্মী, তার সাথে পির সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন সম্পর্ক নাই,তার পথভ্রস্টতার কারনে তার সাথে সকল সম্পর্ক চিন্ন করেছেন,যেমন হযরত নুহ (আঃ)তার ছেলে এবং হযরত ইবরাহিম(আঃ)তার পিতা এবং হযরত লুত (আঃ)তার স্তীর সাথে পথভ্রস্টতার কারনে সম্পর্ক চিন্ন করেছিলেন,জামায়াত এই রেদোয়ানকে দিয়ে পীর সাহেব চরমোনাইর বিরুদ্ধে চরমোনাই পীরের গোমর ফাস নামে বই লিখিয়েছিল,যা এখনো তাদের প্রকাশনায় রয়ছে,এই জামায়াতী মুনাফিকরাই ২০০২ সালে চিটাগাং এর এক মাহফিলে এই রেদোয়ানকে পীর সাহেব চরমোনাই বলে অতিথি করেছিল,তারা সব সময় এই শয়তানটাকে পীর সাহেব চরমনাই বলে প্রচার করে থাকে,কিন্তু এখন বেশি বৃথা লাগছে এই জন্যে যে তারা এই রেদোয়ানের টাকা আত্নসাতের ঘটনাকে লুকানোর বিপরিতে তারাই পলোয়াপ করছে,তারা এই রেদোয়ানের গায়ের কালি পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলনের গায়ে লাগাতে চাইছে,আসলে তাদের লজ্জা শরম যে নেই এটাই তার প্রমান,তারা যেদিকে বৃস্টি সেদিকেই ছাতা ঘুরায়

বিষয়: রাজনীতি

১৩২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164015
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
মেধাবিকাশ লিখেছেন : ভাই, অনেক ধন্যবাদ।
আপনিতো একটা বিরাট হক্কানী আলেম দিন/রাইত।
যে দিকে গুতা খান সেই দিকেই কাইত।
ফখরুল মামার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন, উনি আপনার মতন লোকের তালাশে আছেন।
164022
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
মু নুরুল ইসলাম হেলাল লিখেছেন : হক কথায় গা চুলকাবে এটাই তো স্বাভাবিক@medabikash
164094
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
ইবনে হাসেম লিখেছেন : ব্লগটাকে এরা যে ইসলামের মাঝে অনৈক্যের বীজ বপনের ক্ষেত্র বানাতে চায়, এদের কানে ধরে এখান থেকে বের করে দেয়া উচিত।
164212
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১০
মু নুরুল ইসলাম হেলাল লিখেছেন : নো টেনসান,বাধাহীন লেখার অঙ্গীকার টুডে পরিবারের পক্ষ থেকে রয়ছে,তাই হক কথা লিখতে কোন ভয় করিনা,আর ইসলামের নামে কারা অনৈক্য করছে কারা ফিতনা ছডাচ্ছে এটা সমাজের মানুষ ভাল করেই জানে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File