সুখবর,সুখবর,সুখবর, গনতন্ত্রবাদী নাস্তিকদের জন্যে সুখবর

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ১৬ জানুয়ারি, ২০১৪, ১২:৫০:১৬ দুপুর

আর নয় হতাশা,আপনাদের অপেক্ষার পালা শেষ,শিঘ্রই আসছে ইসলামিক ডেমোক্রেসী তথা ইসলামী গনতন্ত্র,ফতোয়া বিভাগে কাজ চলছে,একটু অপেক্ষা করলেই পেয়ে যাবেন,কাল আমাদের মাদ্রাসার সন্মানিত উস্তাদ ঘন্টায় ছাত্রদেরকে বুঝাচ্ছিলেন,দেখ গনতন্ত্র নিয়ে ভুল বুঝাবুঝি চলছে,আমরা যা ভাবছি যা শুনছি গনতন্ত্র তেমনটি নয়,আল্লাহ তায়ালা তো সকল ক্ষমতার মালিক সেটা ঠিক আছে,তবে তিনি তো আমাদেরকে কিছু কিছু ক্ষমতা দিয়েছেন,যেমন আমরা হাটতে পারি,কথা বলতে পারি,এই শক্তি ও ক্ষমতা প্রয়োগের নামই গনতন্ত্র(নাউজুবিল্লাহ),সন্মাতিত বিগ্য উস্তাদের কথাগুলো আমি শুনে আশ্চর্য হলাম,কওমী পরিবার থেকে উস্তাদ যদি এমন কুফুরী দিক্ষা দেন,তাহলে তার ছাত্ররা কেমন হবে,তাই আমি একটি সময়কে কঠিন ভয় করছি,যেদিন নারি নেতৃত্বের মত কুফুরী গনতন্ত্র ও ইসলামী গনতন্ত্রের রুপ নিবে,আলেমরা গনতন্ত্রকে বৈধ বলবে,আল্লাহ আমাদেরকে এমন যুগ থেকে হেফাজত করুন ,আমিন,

বিষয়: রাজনীতি

১২৩৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163160
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
নাবীল লিখেছেন : উনাদের অতীত শিক্ষা এই ধরনের ।ছাত্রদের কে উল্টা বুঝ দিয়ে একটি দলের বিরুদ্ধে ফতোয়া বাজিতে তারা মনে মনে তৃপ্তি পায়।
উনাদের মতে ইসলামী রাজনীতি আবার কি অবশ্য এখন ধ্যান ধারনা বদলাচ্ছে।
বিপদ নিজের কাধে আসলে ঠিকই একদিন বুঝবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File