সাম্প্রদায়িক দাঙ্গা উদ্দেশ্য বিরোধী মত কুলুষিত করন টার্গেট ইসলাম

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ১০ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৬:২৬ বিকাল

দীর্ঘকাল ধরে বিশেষকরে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই বাংলাদেশে সব ধর্মের লোকেরা সমান তালে বসবাস করে আসছে,এখানে রয়ছে সাম্প্রদায়িক সম্পৃতির এক অনন্য নজির,যা পৃথিবীর অনেক দেশেই অনুপস্থিত,বাংলাদেশের জনসংখ্যার ৯২ শতাংশ মুসলমান হওয়ায় এই প্রশংসনীয় পরিবেশ বৃদ্যমান আছে এটাই গুনিজনের কথা,এবং বাস্তবতাও তাই,কারন ইসলামই একমাত্র দিয়েছে অমুসলিমদের জান-মালের নিরাপত্তা, কিন্তু দুখের বিষয় হলো সাম্প্রতিককালের আমাদের দেশে প্রচলিত নোংরা রাজনীতির বেশ শিকার হচ্ছে এদেশের সংখ্যালুঘু হিন্দু সম্প্রদায়ের লোকেরা,রাজনীতির লেবাশে কিছু ধান্ধাবাজ কিছুদিন পরই ঘটিয়ে দিচ্ছে এক হৃদয় বিদারক ট্রেজেডি,রাজনৌতিক প্রতিহিংসা নয় রাজনৌতিক ধান্ধাবাজি এবং বিরোধী মতকে কুলুষিত করনই এসবের মুল উদ্দেশ্য , এবং ইসলামই এর প্রধান টার্গেট,এদেশের প্রধান রাজনৌতিক দল আওয়ামীলীগ এবং বিরুধী দল বি এন পি ও তার সহযোগী সংগঠন জামায়াতে ইসলামীর কর্মীদের মাঝেই রয়ছে এসবের নায়করা,রাজনীতিবীদ,বুদ্ধৃজিবী,পেশাজিবী ও হামলার শিকারদের পতিক্রিয়ায় এটাই স্পষ্ট হয় ,কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এযাবত সংখালুঘু নির্যাতনের যত ঘটনা ঘটেছে তার একটারই সুষ্ঠ তদন্ত হয়নি,চিন্নিত করা হয়নি বাস্তব দোষীদের,বলতে গেলে যারা অসাম্প্রদায়িকতার দায়বার পবিত্র ধর্ম ইসলামের উপর চাপাতেই ব্যস্ত তারাও লোকদেখানো কিছু উস্কানি মুলক কথা ছাডা কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেনি,গতবছরে কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দিরে ঘটে গেল এক ধ্বংসাত্নক কাহিনী,আওয়ামীলীগ বি এন পি- জামায়াতকে এবং বি এন পি-জামায়াত আওয়ামীলীককে দোষারোপ করা ছাডা

এর বিচার ও তদন্তে অন্য কোন ফলাফল মেলেনি,বিশিষ্টজন ও নির্যাতিতদের দাবী সুষ্ঠ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে,দায়ীরা শাস্থির বাইরে থাকায় এসব ঘটনা বৃদ্ধি পাচ্ছে,আসলেই তাই,কারন চোর যদি চুরিকরে নিরাপদে ফিরে আসতে পারে এবং তার অপরাধে অন্য কাউকে শাস্তি পেতে দেখে তবে মনে চুরীর সাহস এবং ইচ্ছা দিগুন বেডে যায়,বাংলাদেশের নোংরা রাজনীতির প্রতিচ্চবি এসব, মিডিয়া এবং বিশ্লেষকদের প্রতিবেদন অনুপাতে এসবের নায়কদের খুজতে গেলে আওয়ামীকর্মীদের মাঝেই তাদের পাওয়া যায়,কারন সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে বিরোধী মতকে কুলুষিত করা আওয়ামীদের পুরানো অভ্যাস,যার জলন্ত নজির রামুতে পাওয়া গেছে,সাম্প্রতিককালের ঘটে যাওয়া দাঙ্গারও বেশ কয়েক জায়গায় আওয়ামীলীগের কর্মীদের দেখা গেছে,অন্যের গাডে দায় চাপিয়ে জোরনীতি করা আওয়ামীদেরই চরিত্র,৫ মে হেফাজতকে দমাতেও তারা কুরআন পুডার নাটক করেছিল,সৈরাচারী এরশাদের আমলেও এরশাদকে দমাতে হাসিনা অনেক সাম্প্রদায়িক দাঙ্গার নাটক রচনা করছিল,আমার কথা অনেকে বিশ্বাস করতে না পারলেও হামলার শিকার হিন্দু পরিবার অবশ্যই আমার সাথে একমত হবে,কারন তারা জানে যে এসব কারা করছে,তাইতো নির্যাতিতরা ভিবিন্ন মিডিয়ায় আওয়ামী কর্মীদের কথা শিকারোক্তি দিচ্ছে,হয়তো বলতে

পারেন কিছু মিডিয়ায় হিন্দুদের বি এন পি -জামায়াতকে দায় করার কথাও তো আসছে ,আসলে আমাদের দেশের সব মিডিয়াগুলো কোন না কোন দলে ঘেষা,তাই তারা দলের পক্ষেই ভুমিকা রাখে,মিথ্যা নিউজ করে,তার মানে আমি এটা বুঝাচ্ছিনা যে বি এন পি -জামায়াত এসব থেকে পবিত্র,তারা এসব করেনা,হ্যা তারাও এসব করে,তবে এই কঠিন মহুর্তে এসব করে নিজের গায়ে নিজে কুঠারাঘাত করার মতো ততটা পাগল তারা নয়,পরিশেষে সম্গ্ক্ষালুঘুদের উদ্দেশ্যে বলতে চাইবো,আপনাদের উপর হামলা খুবই বেদনাদায়ক,আপনার উপর এই হামলার বিচার হওয়া দরকার,তবে এতে প্রয়োজন আপনাদের যথুপযুক্ত ভুমিকা,কারন আপনারা জানেন এই হামলার নায়ক কারা,কারা এমন ন্যক্কার্জনক কান্ড ঘটিয়েছে,আমি অনুরোধ করবো,আপনারা রাজনৈতিক খালোয়াডদের ধোকায় পডে বাস্তব দায়ীদের আডালে রাখবেন না,প্র্কৃত দায়িদের চিন্নিত করুন,মিডিয়া ও প্রশাসনের সামনে তাদের মুখোশ খুলে দিন,নতুবা প্র্কৃত দায়ীরা সুজোগ পেয়ে যাবে,আপনাদের উপর হামলা বন্দের বিপরিতে প্রতিনিয়ত গোলা পানিতে মতস শিকারের পদ্ধতি বেচে নিবে,এদেশের মানুষের ভাঙ্গে ছুরিকাঘাত করে ক্ষমতার অবৈধ চেয়ারে বসে খেলা করবে

বিষয়: বিবিধ

১৭৬১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161152
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File