আওয়ামীদের পতনই ইসলামের বিজয় নয়-ইসলামের বিজয়ের জন্যে চাই ইসলামী আন্দোলন

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ০৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৪২:৪০ সকাল

আজ আমরা অনেকেই একটি ভ্রান্তির মাঝে হাবুডুবু খাচ্ছি,আমাদের অনেকেরই মাঝে একটি ভুল চিন্তা কাজ করছে,আর সেটি হচ্ছে আওয়ামী বাকশালীদের পতন হলেই এদেশে ইসলামের বিজয় চলে আসবে,তাই এখন ইসলামী চিন্তা-চেতনা বাদ দিয়ে যেভাবেই হোক আওয়ামী শাহাবাগীদের পতন ঘন্টা বাজাতে হবে,সেদিন অনলাইন শীর্ষ নিউজের ' প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন ' রিপোর্টটি দেখিয়ে আমাকে এক মুরুব্বী বলতেছেন,দেখুন আমি যে সবসময় ভাবি এদেশে ইসলামের বিজয় আসবে এই তো চলে আসতেছে,আসলে ইসলামের বিজয় হাসিনা খালেদা কারোরই পতনে আসবেনা,ইসলামের বিজয় তখনই আসবে যখন এদেশের আল্লাহদ্রোহী সন্ত্রাসমার্কা শোষন যন্ত্রটাকে পরিবর্তন করা যাবে,যখন এদেশের কুফুরী সংবিধানকে পরিবর্তন করে ইসলামী সংবিধান প্রতিষ্ঠা সম্ভব হবে,আমি কসম করে বলছে যে, আমিও বিশ্বাস করি যে হাসিনার পতনে এদেশের মানুষ একটি হিংস্র দানব ও রাক্ষুসের হাত থেকে মুক্তি পাবে,এটি রাজনৈতিক বিজয়, এই রাজনৈতিক বিজয়কে তো কিছুতেই ইসলামের বিজয় বলা যাবেনা,আপনার এই ধারনা ও এই উক্তির মাধ্যমে ইসলামের বিজয়কে দবিয়ে রাখা হবে,বর্তমানের এই সংঘাত-সংঘর্ষ তো হাসিনা খালেদারই স্বার্থে,এতে ইসলাম ও দেশের কোন পায়দা নেই,কারন চিন্তাশীল প্রবীনরা অবশ্যই জানেন যে হাসিনা-খালেদা মুদ্রার এপিঠ ওপিঠ,তাদের মাঝে চরিত্র ও গুনগত তেমন কোন তফাত নেই,

কারন বর্তমানের এই নির্বাচনী সংঘাতকে নিয়ে একটু যদি ভাবি তবে দেখতে পাবো তত্বাবধায়ক ব্যবস্থার দরুন ক্ষমতাসীন দল ক্ষমতা হারায়,তাই ৯৬তে বি এন পি তত্বাবধায়ক ব্যবস্থা না দিয়ে হাসিনার বর্তমান চরিত্র অবলম্ভন করে একগুয়েমী ও তামাশার নির্বাচনের আয়োজন করেছিল,আরো পিছনে গেলে এরশাদ ও তাই করেছিল,৫ জানুয়ারি তেমনই একটি তামাশার নির্বাচন হাসিনা দেখিয়েছে,এসবের কারন ক্ষমতার মায়া ও ক্ষমতা হারানোর ভয়,বলা যেতে পারে তত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতাসীন দল ক্ষমতা হারাবে কেন?তত্বাবধায়ক মাধ্যমে ক্ষমতাসীন দল ক্ষমতা হারানোর একটি কারন হল আমাদের দেশের কোন সরকারই ক্ষমতায় এসে দেশ-জনতার স্বার্থে কাজ করেনা,পাশাপাশি দেশ ও জনগনকে ভিবিন্ন উপায়ে নির্যাতন করে,তাই সকল সরকারেরই শেষ মহুর্তে জনগন সরকারের বিরদ্ধে চরম মনভাব নিয়ে থাকেন,তাই জনগন আর ক্ষমতাসীন দলকে ভোট দেননা,আর বিদেশি হর্তা-কর্তারা তো আছেনই,তারা কখনোই চাননা যে একসরকার ২য় বার আসুক,কারন এতে বাংলাদেশ মাথা উচিয়ে দাডিয়েও যেতে পারে,সুতারাং এটি স্পস্ট যে হাসিনার পতনের মাধ্যমে ইসলামের বিজয় আসবেনা,ইসলামের বিজয়ের জন্যে চাই ইসলামী আন্দোলন,এবং একটি ৩য় ইসলামী শক্তির উথ্থান,তাই হাসিনার পতন আন্দোলনের পাশাপাশি ইসলামী আন্দোলনের এই ৩য় শক্তির উথ্থান ও একে সাকসেস করেনের লক্ষে সকল মুমিনকে চেষ্টা সাধনা চালাতে হবে,এক অতুলনীয় ত্যাগের নজির স্থাপন করতে হবে,আল্লাহ সকলকে বুঝার এবং আমলের তাওফিক দিন,আমিন,

বিষয়: রাজনীতি

১২৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160293
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৭
সৈয়দ মোহাম্মদ আলী কবির লিখেছেন : হাসিনার পতন আন্দোলনের পাশাপাশি ইসলামী আন্দোলনের এই ৩য় শক্তির উথ্থান ও একে সাকসেস করেনের লক্ষে সকল মুমিনকে চেষ্টা সাধনা চালাতে হবে,এক অতুলনীয় ত্যাগের নজির স্থাপন করতে হবে,আল্লাহ সকলকে বুঝার এবং আমলের তাওফিক দিন,আমিন,
160348
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৫
জেদ্দাবাসী লিখেছেন : হাজার হাজার লোক আওয়ামিলীগ সমর্থন করে এই লোকদের কাছে দাওয়াত পোঁছাতে হবে। শর্টকার্ট ব্যবসা''চেতনা'' ব্যবসায়িকদের খপ্পর থেকে এই নিরিহ অজ্ঞ জনগণকে আন্তরিকতার সাথে বাঁচানোর চেষ্টা করতে হবে।

"অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।" বাক্বারাহ -১৫৫


অনেক ধন্যবাদ
160644
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:২৯
মু নুরুল ইসলাম হেলাল লিখেছেন : আপনাদের সুচিন্তিত মতামতের জন্যে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা,৩য় শক্তির উথ্থানের লক্ষে সার্বাত্নক চেষ্টা চালানোর আমন্ত্রন রইল,ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File